
সুন্দরবন থেকে পাচার করে আনা হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারিকেলতলা এলাকায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটক মো. বেল্লাল শরীফ (৩২) ও সাদ্দাম হোসেন (৩৩) মোংলার নারিকেলতলা আবাসনের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মল্লিক জানান, ওই দুই যুবক ব্যাগে কিছু একটা ভর্তি করে আবাসন এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করে। ব্যাগের মধ্যে হরিণের মাংস পাওয়া যায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে হরিণের মাংস জব্দ করে তাদের থানায় নিয়ে যায়।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটক দুই ব্যক্তিকে বন আইনে মামলা করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে।