জাকির হোসেন লিটন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৩ এএম
অনলাইন সংস্করণ

জাসদের রীনা পাচ্ছেন রুমিনের ছেড়ে দেওয়া আসন

জাসদের রীনা পাচ্ছেন রুমিনের ছেড়ে দেওয়া আসন

বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার ছেড়ে দেওয়া সংরক্ষিত আসনটি জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ-ইনু) দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়ক আফরোজা হক রীনাকে মনোনয়ন দেওয়া হতে পারে। আওয়ামী লীগ ও জাসদের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সংরক্ষিত আসনটির জন্য সরকারের শরিক জাসদ-(ইনু) এবং সংসদে বিরোধী দল জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। তবে শেষ পর্যন্ত জাসদ মনোনীত প্রার্থীকেই এ আসনটি দেওয়া হতে পারে। খুব শিগগির এ আসনের তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

সম্প্রতি জাতীয় সংসদ থেকে বিএনপির ৬ এমপির সঙ্গে সংরক্ষিত আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাও পদত্যাগ করেন। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৬ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩, জাতীয় পার্টি ১, জাসদ ১ ও স্বতন্ত্র ১টি করে আসনে বিজয়ী হয়। নিয়ম অনুযায়ী প্রতি ৬ আসনের বিপরীতে একটি করে নারী আসন নির্ধারিত হয়। কিন্তু কোনো দলই এককভাবে এ ৬ আসনে বিজয়ী হয়নি। ফলে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়া আওয়ামী লীগের সমর্থন নিয়েই সংরক্ষিত এ আসনটি নির্ধারিত হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আসনটি পেতে উপনির্বাচনের পর থেকেই সরকারের সঙ্গে নানাভাবে দেনদরবার শুরু করে জাতীয় পার্টি ও জাসদ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন উভয় দলের নেতারা। জাসদ নেতারা দাবি করেন, জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এবং সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সংরক্ষিত নারী এমপি রয়েছেন। কিন্তু জাসদের কোনো নারী এমপি নেই। সেজন্য এ আসনটি তারা চান। এমন প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচন, সরকারবিরোধী আন্দোলন এবং জোটের অক্ষুণ্নতা রক্ষায় শেষ পর্যন্ত আসনটি জাসদকেই ছেড়ে দেওয়া হতে পারে।

জানা গেছে, জাসদ ইতোমধ্যেই প্রার্থী ঠিক করে ফেলেছে। আওয়ামী লীগের সমর্থন পেলে জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়ক আফরোজা হক রীনাকে মনোনয়ন দিতে পারে দলটি। তার বাড়ি ঢাকার দোহার এবং শ্বশুরবাড়ি কুষ্টিয়ায়। তিনি দীর্ঘদিন ধরে নারী আন্দোলনের সঙ্গে জড়িত।

এ ব্যাপারে জানতে চাইলে জাসদ সভাপতি হাসানুল হক ইনু দৈনিক কালবেলাকে বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সঙ্গে কথা বলছি। বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও কথা বলেছি। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তারা বিবেচনা করছেন।’ বিষয়টি নিয়ে আজ আবারও কথা বলবেন বলে জানান ইনু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে

ছেড়ে গেছেন সন্তানরা, সংসার টানছেন ১০৭ বছরের বৃদ্ধা

৫ হাজার টাকায় স্ত্রীকে ‘মাদক কারবারির’ হাতে তুলে ‍দিলেন স্বামী

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

সাতক্ষীরায় এমপির গাড়িতে হামলা

জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

খরুচে বোলিং মোস্তাফিজের, চেন্নাইয়ের হার

এফডিসিতে ৫৭০ ভোটারের সংবাদ সংগ্রহে ৩০০ সাংবাদিক

১০

যশোরে অধিকাংশ টিউবওয়েলে মিলছে না পানি

১১

বিদেশি শ্রমিকদের সুখবর দিল কুয়েত

১২

এফডিসিতে ফিরেছেন নির্বাচন কমিশনার, খোঁজ নেই নিপুনের

১৩

চাঁদপুরে পূবালী ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ৮ কর্মকর্তা বদলি

১৪

বিআরটিএর অভিযানে ৪০৫ মামলা, ১০ লাখ টাকা জরিমানা 

১৫

প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক

১৬

আরও ৭ দিন স্কুল বন্ধের দাবি

১৭

‘গোপালগঞ্জের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ অচিরেই চালু হবে’ 

১৮

‘আমাদের নিজেদের এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে’

১৯

শ্যালকের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিলেন পলক 

২০
*/ ?>
X