গাজীপুর সিটি নির্বাচন ইসির অগ্নিপরীক্ষা : চরমোনাই পীর
গাজীপুর সিটি নির্বাচনে ভোট জালিয়াতি বা ভোট ডাকাতির চেষ্টা করলে জনগণ রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য সিটি নির্বাচন একটি অগ্নিপরীক্ষা। এতে ফেল মারলে কমিশনকে চরম খেসারত দিতে হবে। সেইসঙ্গে কোনো ধরনের অনিয়ম করলে কঠোরহস্তে প্রতিহত করার উদ্যোগ নিতে হবে ইসিকে।
আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, দুর্নীতিমুক্ত সিটি গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর সিটি নির্বাচনে আল্লাহভীরু, যোগ্য-দক্ষ মেয়র নির্বাচিত করতে হবে। এজন্য গাসিক নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি, তাই দুর্নীতিমুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান ও আল্লাহভীরু মেয়রের বিকল্প নাই।