
প্রায় দুই মাস পর কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আরিফুর রহমান তুষার। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন।
এ সময় কারা ফটকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক নেতা জসিম শিকদার রানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সে দিন আরিফুর রহমান তুষারকেও গ্রেপ্তার করে পুলিশ।
তুষার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সহকারী হিসেবে কাজ করেন। গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত রিজভীর সাথে দলীয় কার্যালয়েই ছিলেন তিনি। সেদিন রুহুল কবির রিজভীও গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কারাগারে বন্দি।