বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিকল্পিতভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে : বিএনপি

পরিকল্পিতভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে : বিএনপি

গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সভাপতি ও ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মকবুল ইসলাম খান টিপু এবং ৪৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল কাদিরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় হাইকোর্টের জামিনে থাকা অবস্থায় আজ জজ কোর্টে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বর্তমানে দেশে চলছে ভয়ঙ্কর নৈরাজ্য ও দুঃশাসন। কর্তৃত্ববাদী আওয়ামী সরকার কর্তৃক দেশে চলছে রাজনীতির নামে অপরাজনীতি, প্রতিহিংসা চরিতার্থের রাজনীতি। বিএনপিসহ বিরোধী দলগুলোকে ধ্বংস করার সুপরিকল্পিত অংশ হিসেবেই নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের, গ্রেপ্তার ও জামিন বাতিল করে কারান্তরীণ করা হচ্ছে। আবদুস সালাম এবং রফিকুল আলম মজনু বলেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাসন ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আবারও রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ বর্তমান আওয়ামী লীগ সরকার বুঝতে পারছে, জনগণের ওপর অত্যাচার নিপীড়ন চালানো এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কারণে এবার ক্ষমতাচ্যুত হলে আগামীতে জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাষ্ট্রক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। এজন্য বেপরোয়া আচরণের মাধ্যমে সরকার জনগণকে ভয়ভীতি প্রদর্শন এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনে আরও হিংস্র হয়ে উঠেছে। সরকারের এই হিংস্র ও নিষ্ঠুর আচরণের ধারাবাহিকতায় মকবুল ইসলাম খান টিপু এবং আব্দুল কাদিরকে বানোয়াট ও অসত্য মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দেশে এখন আইন-কানুন বলতে কিছু নেই, বিচারালয়গুলো বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর চক্ষু ইশারায় চলে। এজন্য দেশের সাধারণ মানুষ এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

Link a Story

রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে ইফতার করবে বিএনপি

তারা আরও বলেন, দেশে চলছে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন। তবে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর অত্যাচার ও নিপীড়ন নির্যাতন চালিয়ে কোনো স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি। বর্তমান স্বেচ্ছাচারী শাসকগোষ্ঠীও জনগণের সম্মিলিত শক্তির কাছে পরাজিত হবে। অবিলম্বে মকবুল ইসলাম খান টিপু এবং আব্দুল কাদিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপির এ দুই নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

ফিতরা জাকাতের টাকা চেয়ে খুদে বার্তায় প্রতারণার ফাঁদ

এক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র পাবে ইরান!

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

মেঘনা নদীতে ভেসে এলো খণ্ডিত পা

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণকারের মৃত্যু

১০

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

১১

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

১২

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

১৩

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

১৪

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

১৫

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

১৬

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

১৭

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

১৮

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি

১৯

চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় নানান ইস্যু

২০
*/ ?>
X