
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক ও আইনজীবীদের ওপর পুলিশি হামলার ঘটনার জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছে গণতন্ত্র মঞ্চ। আজ বুধবার রাতে এক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের পক্ষে সমন্বয়ক হাসনাত কাইয়ূম এ দাবি করেন।
তিনি বলেন, নির্বাচনে আওয়ামী তাণ্ডব পরিকল্পিতভাবে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের নীলনকশার অংশ। নজিরবিহীন এবং ন্যক্কারজনক এ ঘটনার জন্য সরকারি দলের যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার উদগ্র বাসনা দায়ী। এই সরকার ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাভাবিক মূল্যবোধ ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে কাজ করছে। তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে এমন নির্লজ্জ প্রচারে লিপ্ত হয়েছে যে, সমাজে সত্য-মিথ্যা একাকার হয়ে যাচ্ছে। তারা বরাবরের মতো এ ঘটনায়ও আক্রান্তদের আক্রমণকারী হিসেবে মিথ্যা মামলা দায়ের করেছে। গণতন্ত্র মঞ্চ অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
এদিকে যৌথ বিবৃতিতে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের এ হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সু্ষ্ঠু তদন্তপূর্বক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর।