কারাগারে উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না রিজভী, অভিযোগ স্ত্রীর

রুহুল কবির রিজভীর সঙ্গে তার স্ত্রী আরজুমান আরা আইভী।
রুহুল কবির রিজভীর সঙ্গে তার স্ত্রী আরজুমান আরা আইভী।পুরোনো ছবি

কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হলেও উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আরজুমান আরা আইভী। আজ রোববার রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে এ অভিযোগ করে তিনি।

আরজুমান আরা আইভী বলেন, গত ২৩ জানুয়ারি থেকে তিনি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব এবং ঘন ঘন বমি করেন। তিনি কিছু খেতে পারছেন না। তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলেও সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তার প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না। তার শারীরিক অবস্থা ভালো নয়। এমন অবস্থায় তার শরীরে বড় ধরনের জটিলতার আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, এমনিতেই রুহুল কবির রিজভী নানা রোগে আক্রান্ত। মহামারি করোনাকালেও তিনি কয়েকবার করোনায় আক্রান্ত হয়ে প্রায় চার মাস হাসপাতালে ছিলেন। এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। তাকে চিকিৎসকের পরামর্শে খুবই মেপে জীবনযাপন করতে হয়। অথচ কারাগারের ভেতরে তার সুচিকিৎসা না হওয়ায় শরীর আরও খারাপ হচ্ছে। তাকে জরুরি উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। তিনি অবিলম্বে রুহুল কবির রিজভীর মুক্তি দাবি জানান।

রুহুল কবির রিজভীর সঙ্গে তার স্ত্রী আরজুমান আরা আইভী।
কারাগারে গুরুতর অসুস্থ রিজভী, জানালেন স্ত্রী

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জরুরি ভিত্তিতে রুহুল কবির রিজভীকে কারাগারের বাইরে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আল্লাহ না করুন, রিজভী আহমেদের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর দায়ভার সরকারকেই নিতে হবে।’

প্রিন্স বলেন, ‘রিজভী আগে থেকেই অসুস্থ ছিলেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তিনি হরতালে গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই সময় এবং পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনায় তার শরীরে অস্ত্রোপচার হয়। গত দুই বছরে তিনি হৃদরোগ ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া তিনি বেশকিছু জটিল রোগে আক্রান্ত ছিলেন।’ তিনি রুহুল কবির রিজভীর মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান।

রুহুল কবির রিজভীর সঙ্গে তার স্ত্রী আরজুমান আরা আইভী।
বারবার আদালতে আনা-নেওয়ায় অসুস্থ হয়েছেন রিজভী : ইউট্যাব

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com