প্রধানমন্ত্রীর জনসভা থাকায় ময়মনসিংহে মানববন্ধন স্থগিত বিএনপির

বিএনপি।
বিএনপি। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার কারণে ময়মনসিংহে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল শনিবার একযোগে সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে এক ঘণ্টার মানববন্ধন করবে বিএনপি। এ দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

একই দিনে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। ওই জনসভার কারণে ময়মনসিংহ মহানগর এবং ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলায় মানববন্ধনের কর্মসূচি পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com