২৬ পরিবারকে সেলাই মেশিন দিলেন জাপার উপদেষ্টা সাজ্জাদ সুমন

২৬ পরিবারকে সেলাই মেশিন দিলেন জাপার উপদেষ্টা সাজ্জাদ সুমন

জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনের পক্ষ থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২৬ পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেইসঙ্গে ফরিদগঞ্জের ৮টি মসজিদে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৪৭৬টি পরিবারে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এসব উপহারসামগ্রী বিতরণ করেন সাজ্জাদ রশিদ সুমন। তিনি জানান, ফরিদগঞ্জের ৬, ৭ ও ১৫ নম্বর ইউনিয়নের চারটি মসজিদের উন্নয়নে সাহায্য প্রদান এবং ২৬ অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আসন্ন রমজানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে নিম্নবিত্ত মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। সাজ্জাদ সুমন প্রায় সহস্রাধিক মানুষের হাতে ইফতারসামগ্রী তুলে দেন। এরপর তিনি উপজেলার বেশ কয়েকটি মসজিদের উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজন শেখ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, রামদাসের বাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, বাবলু শেখ প্রমুখ।

সাজ্জাদ সুমন বলেন, আমি দীর্ঘ সময় ধরেই বিভিন্ন প্রয়োজনে ফরিদগঞ্জবাসীর পাশে থাকার চেষ্টা করে আসছি। আশরাফুল মাখলুকাত হিসেবে আত্ম-দায়বদ্ধতা থেকেই ধর্মীয় এবং সামাজিক কল্যাণমুখী কাজে যুক্ত থাকতে হয়। এই দ্রব্যমূল্যের বাজারে আসন্ন রমজানে নিম্নবিত্ত মানুষের দুর্ভোগ লাঘবে সাধ্যানুসারে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। আপনারা আমার এবং জাতীয় পার্টির চেয়ারম্যানসহ নেতাদের জন্য দোয়া করবেন। আমাদের পাশে থাকবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি কার্যকর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com