ছাত্রলীগের ওপর হামলা : বিএনপির সাবেক দুই কাউন্সিলর কারাগারে

কারাগারে যাওয়া সাবেক দুই কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু এবং আব্দুল কাদির।
কারাগারে যাওয়া সাবেক দুই কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু এবং আব্দুল কাদির। ছবি : কালবেলা

ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে রাজধানীর গেন্ডারিয়ার থানার মামলায় আত্মসমর্পণের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।

আসামিরা হলেন- গেণ্ডারিয়া থানা বিএনপি সভাপতি ও ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু এবং সাধারণ সম্পাদক ও ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদির। উচ্চ আদালতের আগাম জামিন শেষ হওয়ায় দুই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া সাবেক দুই কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু এবং আব্দুল কাদির।
পরিকল্পিতভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে : বিএনপি

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা রাজধানীর গেন্ডারিয়ার থানার স্বামীবাগ এলাকায় লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীর ওপর হামলা করে। এ সময় ককটেল ও বোমা বিস্ফোরণ করে আসামিরা। এ ঘটনায় গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান বাদী হয়ে মামলা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com