
চলমান যুগপৎ কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সদরে সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো। আজ বুধবার ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং গণতান্ত্রিক আন্দোলনে সরকার ও ক্ষমতাসীন দলের বাধা সৃষ্টি এবং জ্বালানি ও গ্যাসের মূল্য বৃদ্ধির সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।