কোনো ফন্দিফিকিরে সরকারের পতন রুখতে পারবে না : চরমোনাই পীর

সোমবার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভায় চরমোনাই পীর।
সোমবার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভায় চরমোনাই পীর। ছবি : কালবেলা

কোনো ফন্দিফিকির সরকারের পতন রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তার দল ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ৩ যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতিহাস-ঐতিহ্য ও সংগ্রামের এই তিন যুগে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দ্বীন বিজয়ের লক্ষ্যে দেশের বড় অংশ মানুষের চিন্তার পরিবর্তন করতে সক্ষম হয়েছি। 

আজ সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানান চরমোনাই পীর।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। মানুষ অত্যন্ত কষ্টে আছে। বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব সর্বত্র পরছে। নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি মানুষকে অসহায় করে তুলছে। সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে বারবার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার কর্মীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা, নির্যাতন চালিয়ে জনতার রুদ্ররোষ বন্ধ করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের মানুষ প্রত্যাখ্যান করছে। ফলে তারা বিভিন্ন জায়গায় দমন পীড়ন ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে। সম্প্রতি বরগুনার আমতলী উপজেলা নির্বাচনে হাতপাখার প্রার্থীর জয়জয়কার দেখে তারা সেখানে কতিপয় গণমাধ্যমের সহযোগিতায় নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে। কিন্তু কোনো ফন্দিফিকির তাদের পতনকে রুখতে পারবে না।

সোমবার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভায় চরমোনাই পীর।
সরকার পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, ডা. মো. শহিদুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা, নজরুল ইসলাম খোকন, এমএইচ মোস্তফা, মাওলানা কামাল হোসেন, শেখ মো. আবু তাহের, মাওলানা জিয়াউল আশরাফ, মুফতী আব্দুল আহাদ, মো. শিব্বীর আহমাদ সাব্বির, মুফতি আখতারুজ্জামান ও নাজিম উদ্দীন গাজীসহ নগর নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com