কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে ‘কুমিল্লা’ নামেই বিভাগ : বুলু

বিএনপি ক্ষমতায় এলে ‘কুমিল্লা’ নামেই বিভাগ : বুলু

বিএনপি ক্ষমতায় এলে নাম পরিবর্তন করে ‘কুমিল্লা’ নামেই বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। আজ বুধবার বিকেলে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বরকতউল্লাহ বুলু বলেন, আমরা জানতে পেরেছি, মেঘনা নামে কুমিল্লা বিভাগ করা হচ্ছে। কিন্তু বৃহত্তর কুমিল্লার মানুষের প্রাণের দাবি ‘কুমিল্লা’ নামে বিভাগ। আমরাও সবসময় কুমিল্লা নামেই বিভাগ চেয়েছি। তাই বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে- মানুষের দাবির প্রেক্ষিতে ‘মেঘনা’ নাম পরিবর্তন ‘কুমিল্লা’ নামেই বিভাগ করা হবে।

আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ শর্তে বিএনপিকে এখানে সমাবেশের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

১০ শর্তে সমাবেশের অনুমতি পাওয়া প্রসঙ্গে বরকতউল্লাহ বুলু বলেন, বিএনপি একটি সাংগঠনিক দল। দেশের অন্যতম বড় এ দলটি সমাবেশ করতে কোথাও শর্ত মানতে হবে তা আমরা মনে করি না। আমরা সমাবেশের অনুমতি পেয়েছি এটাই যথেষ্ট, এসব শর্তের বিষয়ে আমাদেরকে কিছু জিজ্ঞেস করবেন না।

তিনি বলেন, কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। এই সরকারের পতনের জন্য মানুষ মুখিয়ে আছে। শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে ২৬ নভেম্বরের গণসমাবেশে অংশ নিবে। লোকে লোকারণ্য হয়ে যাবে কুমিল্লা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী, যুবদলের কেন্দ্রীয় নেতা মোরতাজুল করিম বাদরু, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঞ্চ নির্মাণকাজে বাধা

কুমিল্লায় বিএনপির গণসমাবেশকে সামনে রেখে নির্ধারিত সময়ের এক দিন আগেই মঞ্চ নির্মাণের কাজ শুরু করলে পুলিশ এসে তা থামিয়ে দেয়। বুধবার বিকেলে বিএনপির নেতৃবৃন্দ যখন সমাবেশস্থলের কর্মযজ্ঞ দেখতে সেখানে উপস্থিত হন, তার কিছুক্ষণ পরেই কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সঞ্জুর মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নির্মাণকাজ থামিয়ে দেন।

পুলিশ বলেছে, যেহেতু মাঠে বইমেলা চলছে, তাই বরাদ্দের সময়েই নির্মাণকাজ শুরু করতে হবে। পরে মঞ্চে যে পাটাতন দেওয়া হচ্ছিল তা সরিয়ে নিয়ে নির্মাণকাজ বন্ধ রাখা হয়।

ওসি সঞ্জুর মোর্শেদ জানান, যেহেতু পাশেই একটি সরকারি প্রোগ্রাম চলছে, তাই তাদেরকে নির্ধারিত সময়েই কাজ শুরু করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইরানে হামলা চালালে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না’

আদালত অবমাননা  / ফের পেছাল বিএনপির ৭ আইনজীবীর শুনানি

টিকটক নিষিদ্ধে আরও একধাপ এগোলো যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করল সন্ত্রাসীরা

আগেও বিয়ে করেছিলেন বুবলী, আছে সন্তান

৬ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

ছেঁড়া নোট না নেওয়ায় ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, বাবা সংকটাপন্ন

বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না তাদের

রাজধানীতে ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ : পুলিশ

১১

তাপমাত্রা নিয়ে নতুন দুঃসংবাদ আবহাওয়া অফিসের

১২

বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৩

কৃতিত্বপূর্ণ কাজের জন্য হ্যাটট্রিক পুরস্কার পেলেন এসি পরশুরাম জোন

১৪

প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন

১৫

বুধবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

২৪ এপ্রিল : নামাজের সময়সূচি

১৮

রানা প্লাজা ধস : বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় ভুক্তভোগীরা

১৯

চবিতে নতুন ৫ জন সহকারী প্রক্টর নিয়োগ

২০
*/ ?>
X