
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক ও মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেছেন, ‘দেশের অবস্থা এখন ভীষণ খারাপ। একদল গডফাদার দস্যু দেশটাকে লুটপাট করে ফোকলা বানিয়ে বিদেশে টাকা পাচার করেছে। সরকারি দলের ব্যবসাযীরা সিন্ডিকেট বানিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে চাল, ডাল, আটা, তেল, লবণ, মাছ, মাংস, ডিম এমনকি গরিবের প্রোটিন ফার্মের মুরগির দাম ১৩০/১৪০ থেকে ২৫০ টাকায় তুলেছে। আসলে দেশে নিরব দূর্ভিক্ষ শুরু হয়েছে। এই অবস্থার মধ্যে গণবিরোধী অবৈধ সরকার দফায় দফায় জ্বালানি গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েই চলেছে! তবে এবার দেশের সাধারণ মানুষ বিএনপির ডাকে রাজপথে নেমে এসেছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করেই ঘরে ফিরবে ইনশাআল্লাহ।’
আজ শনিবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় তুরাগ থানা বিএনপির মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই সময় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ্ মোহাম্মদ নেছারুল হক, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ ভুইয়া, মো. হারুন অর রশিদ খোকা ও জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, অবৈধ সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ি থেকে উত্তরের টঙ্গী পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি।