ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনগণ জেগে উঠেছে : প্রিন্স

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনগণ জেগে উঠেছে : প্রিন্স

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এই সরকারের দমনপীড়ন, অগণতান্ত্রিক শাসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনগণ আজ জেগে উঠেছে।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ১০ দফা দাবিতে আগামীকাল শনিবার ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

প্রিন্স বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার কণ্ঠে নিষ্ঠুর স্বৈরশাসকের বুলি আমরা শুনতে পেয়েছি। একমাত্র স্বৈরশাসক, অগণতান্ত্রিক শাসকরাই এমন কথা বলতে পারেন।’ তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম যদি না-ই হয়, তাহলে প্রধানমন্ত্রী কীভাবে বললেন আন্দোলন-সংগ্রামে সরকারের কিছুই করা যাবে না।

সরকারপ্রধানের উদ্দেশে প্রিন্স বলেন, আন্দোলন দমনের নামে যে নিষ্ঠুর নির্যাতন চালানো হচ্ছে তা বন্ধ করে গণদাবি মেনে পদত্যাগ করুন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিন।

তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের মতো আওয়ামী মার্কা নির্বাচন করতে চাইলে তাহলে সেটা বুমেরাং হবে। এটা ২০১৪ সাল নয়, এটা ২০১৮ সালও নয়।

সমাবেশকে ঘিরে গ্রেপ্তার-হয়রানির অভিযোগ

প্রিন্স অভিযোগ করেন, সমাবেশ কেন্দ্র করে ইতোমধ্যেই সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেত্রকোনা, শেরপুরসহ বিভিন্ন এলাকায় দমনপীড়ন চালাচ্ছে। গত কয়েকদিনে অন্তত ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতের আঁধারে নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়ে তাদের পরিবার-পরিজনকে হয়রানি করছে।

অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, জনবিচ্ছন্ন সরকার গণআন্দোলনে ভীত হয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করে আন্দোলন থেকে তাদের বিরত রাখতে চায়, দমন করতে চায় আন্দোলন। কিন্তু গ্রেপ্তার করে আন্দোলন দমন করার দিন শেষ। জনগণসহ নেতাকর্মীরা ইস্পাত কঠিন ঐক্যে ঐক্যবদ্ধ হয়ে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন ও উত্তর জেলা আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, মহানগর যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিভাগীয় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অনুমতিও মিলেছে বলে জানিয়েছেন নেতারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং দলের যুগ্ম মহাসচিব সাবেক এমপি হারুনুর রশিদ। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুলতান আহমেদ হাওলাদারের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সাতক্ষীরায় নদীর বেড়িবাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ

ভয়ংকর ত্রয়ীতে নতুন স্বপ্ন ব্রাজিলের

বিএসএমএমইউর নতুন উপাচার্য / কোনো গ্রুপ নয়, সবাইকে নিয়ে কাজ করব

রাজনীতিতে আসছেন সানিয়া মির্জা!

শেষ হচ্ছে না ‘পুষ্পা’র গল্প, আসবে তৃতীয় কিস্তি

নোয়াখালীর সেই পুকুরে মিলল আরও ১০০ ইলিশ

আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

আবারও নরওয়েতে চুয়েট শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির সুযোগ

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় বাংলাদেশির মৃত্যু

১০

‘অনন্ত প্রেম’ নিয়ে সমুদ্রসৈকতে জোভান-সাফা 

১১

ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় হত্যাযজ্ঞ সমর্থনের সামিল : পররাষ্ট্রমন্ত্রী

১২

দিনাজপুরে অস্বাভাবিক শিশুর জন্ম, আঙুল ৭টি

১৩

খালেদা জিয়ার অবস্থা গুরুতর : মির্জা ফখরুল

১৪

জামালপুরে অবরুদ্ধ সাব-রেজিস্ট্রার, দলিল লেখকদের বিক্ষোভ

১৫

কেজরিওয়াল গ্রেপ্তার: এবার দিল্লিকে নতুন বার্তা ওয়াশিংটনের

১৬

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঢাবিতে ‘জোরে হাসা’ নিয়ে মারামারি 

১৮

ফেরদৌস ওয়াহিদের জীবন গল্পে সুর দিলেন পিজিত

১৯

ঈদে আসছে নাটক ‘দুনিয়ার খেলা’

২০
*/ ?>
X