বিএনপির সমাবেশে ইউট্যাবের অংশগ্রহণ

বিএনপির সমাবেশে যোগদানের পূর্বে ইউট্যাব নেতারা
বিএনপির সমাবেশে যোগদানের পূর্বে ইউট্যাব নেতারা

অবিলম্বে ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির বিভাগীয় সমাবেশে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি আয়োজিত সমাবেশে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন ইউট্যাবের নেতারা।

ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে এসময় অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক মাসুদুল হাসান খান, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আব্দুল করিম, অধ্যাপক খায়রুল ইসলাম রুবেলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বর্তমান সরকারের অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষ আজ জেগে উঠেছে। তারা এখন পরিবর্তন চায়। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এবং দেশ রক্ষার তাগিদে পরিবর্তনের জন্য আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনশাআল্লাহ তার নেতৃত্বেই দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন হবে এবং মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।

উল্লেখ্য যে, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন বন্ধ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি, গণতন্ত্রবিরোধী দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে দেশের দশটি সাংগঠনিক বিভাগে সমাবেশে করেছে বিএনপি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com