পুলিশ-বিএনপি সংঘর্ষ : স্বেচ্ছাসেবক দলের নেতা ঢামেকে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মো. সবুজ মোল্লা (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে নিউমার্কেট থানা পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

নিউমার্কেট থানার এসআই পাভেল আহমেদ জানান, সবুজ মোল্লা গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে।

তবে আহত সবুজ মোল্লার দাবির, তিনি শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তিনি নয়াবাজারের একটি প্রেসে কাজ করেন। পূর্বঘোষিত কর্মসূচি শেষ করে ধানমন্ডি থেকে সায়েন্সল্যাবে আসলে পুলিশ তাকে বাধা দেয়। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি চলার সময় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ঢাকা নগর পরিবহনের একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধানমন্ডির ল্যাব-এইড হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com