সুপ্রিম কোর্টের ঘটনা আগামী জাতীয় নির্বাচনের মহড়া : ড্যাব

সুপ্রিম কোর্টের ঘটনা আগামী জাতীয় নির্বাচনের মহড়া : ড্যাব

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে বিরোধী দলের আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম আজ বৃহস্পতিবার বিবৃতিতে বলেন, সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিবছরের মতো এবারও ভোটগ্রহণ শুরু হয় গতকাল বুধবার। কিন্তু চাপের মুখে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করার পর আওয়ামী লীগ দলীয় এক আইনজীবী মো. মনিরুজ্জামানকে মনোনীত করে সাদা প্যানেল। কিন্তু সর্বসম্মতভাবে নির্বাচন কমিশন গঠনের দাবি করে নীল দল।

ভোটারবিহীন সরকারের পেটোয়া বাহিনী নামে পরিচিত পুলিশ বিএনপিপন্থি আইনজীবীদের ওপর হামলা করে। অথচ বিচারাদালতে পুলিশি অ্যাকশনে যেতে হলে প্রধান বিচারপতির অনুমতি দরকার হয়। আইনজীবী এবং সাংবাদিকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে, অনেক আইনজীবীর চেম্বারও ভেঙে ফেলে। আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, সুপ্রিম কোর্টের নির্বাচনের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মহড়া হয়ে গেল। আগামী জাতীয় নির্বাচন কেমন হবে সেটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন থেকেই অনুমেয়। আদালতের যদি এ অবস্থা হয়। মানুষ কার কাছে যাবে? কোথায় বিচার পাবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার ব্যর্থ হয়েছে। ভিন্নমতের লোকদের ধরে নিয়ে গায়েব করে দেওয়া হচ্ছে।

তারা বলেন, আইনজীবী ও সাংবাদিকদের ওপর আওয়ামীপন্থি আইনজীবী ও পুলিশ পরিকল্পিতভাবে হামলা করেছে। এটা খুবই জঘন্যতম কাজ।

ড্যাব নেতৃবৃন্দ মনে করেন নির্যাতিত নাগরিকরা সুপ্রিমকোর্টে গিয়ে আশ্রয় চায়। আজ সুপ্রিম কোর্টও নিরাপদ নয়। সেখানে সাংবাদিকদের নির্বিচারে পেটানো হচ্ছে। আইনজীবীরা মার খাচ্ছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সুপ্রিমকোর্ট আর মানুষের ভরসাস্থল থাকছে না। সাংবাদিক আজ অসহায়। দেশের নাগরিকরা আজ অসহায়। সরকার রাষ্ট্রের অর্গানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দেশকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে পদত্যাগ দাবি করেন।

ড্যাব নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জোর দাবি জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com