হিরো আলমকে হারাতে রাজনৈতিক শক্তি ব্যবহার করেছে আ.লীগ : আলাল

জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।ছবি : কালবেলা

হিরো আলমের মতো একজন মানুষকে নির্বাচনে হারানোর জন্য আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘আর যদি কোনো রাজনৈতিক ব্যক্তি নির্বাচনে দাঁড়াত, তাহলে তারা আরও কত কী যে করত তা বলা মুশকিল।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন হয়।

আওয়ামী লীগ সরকার মানুষের সঙ্গে যে প্রতারণা করছে তার বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘এ আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।’

আলাল বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী পূর্বাচলে পাতাল রেলের উদ্বোধন করেছেন। সেখানে মহাসড়ক করার জন্য কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে। এখন পাতাল রেলের জন্য আবার সড়ক খুঁড়তে হবে। আবার হাজার হাজার কোটি টাকা বাজেট করে চুরি করা হবে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আ.লীগ মালিক সমিতিতে পরিণত হয়েছে : আলাল

বিএনপির এই নেতা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হা-হুতাশ করছে। সামনে রমজান মাস আসছে। এখনই দ্রব্যমূল্য নিয়ে মানুষ আতঙ্কে আছে। বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে—প্রতারণা করে জনগণের কাছ থেকে সব টাকা লুটপাট করে নিচ্ছে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তারেক রহমান আতঙ্কে ভুগছে আ.লীগ : আলাল

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বেপারির সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। মানববন্ধনে আরও বক্তব্য দেন—বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিণ বিএনপির ইসমাইল তালুকদার খোকন, নাদিয়া পাঠান পাঁপন, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, নাগরিক অধিকার আন্দোলনের মোস্তাফিজুর রহমান, মুসা ফরাজী, তোফায়েল হোসেন মৃধাসহ অনেকে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
ফেরেশতাকে ইসির দায়িত্ব দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না : আলাল

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com