রাজকুমার নন্দী
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

রমজানেও মাঠে থাকবে বিএনপি

রমজানেও মাঠে থাকবে বিএনপি

দলীয় ফোরামে আলোচনা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় রমজানের আগে বড় কর্মসূচির চিন্তা থেকে সরে এসেছে বিএনপি। সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলন আরও বেগবান করতে রমজানের আগে ঢাকায় মহাসমাবেশ কিংবা ঢাকা থেকে চট্টগ্রাম অথবা সিলেট বিভাগ অভিমুখী রোডমার্চ-লংমার্চের পরিকল্পনা ছিল দলটির। কিন্তু নতুন করে মামলা-হামলা-গ্রেপ্তারের শঙ্কাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় রমজান পর্যন্ত নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে যুগপৎ আন্দোলনের পাশাপাশি ইস্যুভিত্তিক বিভিন্ন কর্মসূচিও করবে বিএনপি।

অন্য রমজানে ইফতার ছাড়া অন্য কর্মসূচি না থাকলেও এবার রমজানজুড়েই মাঠে থাকবে দলটি। এ ছাড়া এই সময়ে মাঠের কর্মসূচির পাশাপাশি আন্দোলন বেগবান করার কৌশল নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করবে বিএনপির হাইকমান্ড। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালবেলাকে বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চলছে। আন্দোলনে ইতোমধ্যে দেশের মানুষ সম্পৃক্ত হয়েছে। দাবি না মানলে সামনে আরও কর্মসূচি আসবে। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই এই সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসের প্রথম দিকে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকট কাটাতে কঠিন শর্তে আইএমএফের কাছ থেকে সরকারের ঋণ গ্রহণ নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে একজন নেতা অভিমত ব্যক্ত করে বলেন, রমজানের আগে অথবা রমজান মাসে সরকার আরও সংকটে পড়তে পারে। এমন অবস্থায় গতানুগতিক কর্মসূচির বাইরে গিয়ে বিএনপির একটা বড় কর্মসূচি দেওয়া উচিত। তিনি ঢাকায় মহাসমাবেশ কিংবা ঢাকা থেকে চট্টগ্রাম অথবা সিলেট অভিমুখী লংমার্চ-রোডমার্চের কর্মসূচির প্রস্তাব দেন। ওই মিটিংয়ে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করাও হয়। কিন্তু স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে ওই প্রস্তাবটি গুরুত্ব হারায়।

নেতারা অভিমত দেন যে, সার্বিক বিবেচনায় এখন তেমন বাস্তবতা দেখা যাচ্ছে না। তা ছাড়া ওই ধরনের কর্মসূচি দিলে নেতারা নতুন করে মামলা-হামলা-গ্রেপ্তারের শিকার হবেন। এতে করে তারা পরিবারের সঙ্গে রমজান এবং ঈদ উদযাপন থেকে বঞ্চিত হতে পারেন। ফলে ওই প্রস্তাবটি নাকচ হয়ে যায়। তারা রমজানের আগে নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন, যা বৈঠকে গৃহীত হয়। এরপর সর্বশেষ গত সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে ইউনিয়ন, মহানগর, জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচির পর মহানগরের থানা ও ওয়ার্ডে কর্মসূচি দেওয়ার ব্যাপারে প্রস্তাব দেন নেতারা।

এ ছাড়া গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত দলের সাংগঠনিক সম্পাদকদের মিটিংয়েও নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রমজানের আগে বড় কর্মসূচির পরিবর্তে নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রস্তাব দেন তারা। বৈঠকে সাংগঠনিক সম্পাদকরা বলেন, রমজানের পরে যাতে বড় কর্মসূচিতে যাওয়া যায়, সেজন্য রমজানকে সাংগঠনিক মাস হিসেবে নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তবে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেজন্য রমজানে ইফতার রাজনীতির পাশাপাশি কর্মসূচিও চালিয়ে যেতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে গত ২৪ ডিসেম্বর ঢাকার বাইরে জেলা ও মহানগরে গণমিছিলের মধ্য দিয়ে যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। তবে আওয়ামী লীগের সম্মেলনের কারণে ঢাকায় ৩০ ডিসেম্বর ওই কর্মসূচি পালিত হয়। এরপর ১১ জানুয়ারি অবস্থান কর্মসূচি, ১৬ ও ২৫ জানুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৪ ফেব্রুয়ারি বিভাগীয় গণসমাবেশ, ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা, ১৮ ফেব্রুয়ারি মহানগরে পদযাত্রার কর্মসূচি পালিত হয়। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা শহরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের নবম কর্মসূচি পালিত হবে আগামী ৪ মার্চ। তবে কী কর্মসূচি আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। নতুন কর্মসূচি হিসেবে মহানগরের থানা ও ওয়ার্ডে পদযাত্রার বিষয়টি আলোচনায় রয়েছে। শরিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই তা চূড়ান্ত করবে বিএনপি। আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জেলার পদযাত্রা থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হবে।

জনপ্রতিনিধিদের সঙ্গে আজ থেকে বৈঠক বিএনপির: সরকারবিরোধী চলমান আন্দোলন আরও বেগবান করতে দলসমর্থিত প্রায় আড়াই হাজার সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবে বিএনপি। আজ বৃহস্পতিবার রংপুর বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। প্রস্তাবিত রুটিন অনুযায়ী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৬ মার্চ পর্যন্ত বিভাগভিত্তিক এসব বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি বৈঠকে ২৫০ জনপ্রতিনিধির সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসব বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। এসব জনপ্রতিনিধি দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির বর্তমান কিংবা সাবেক সদস্য অথবা কর্মকর্তা। আন্দোলন ও জাতীয় নির্বাচন সামনে রেখে তাদের দলে সক্রিয় এবং সম্পৃক্ত করতে চায় বিএনপি।

জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ২৩ ফেব্রুয়ারি থেকে দলসমর্থিত সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি মতবিনিময় করবেন। এর মধ্য দিয়ে তৃণমূলে দল আরও শক্তিশালী হবে।

সম্প্রতি সাবেক ছাত্রনেতাদের তত্ত্বাবধানে ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত দলের সমর্থনে বিজয়ী স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের ৪ হাজার জনের একটি তালিকা করেছে বিএনপি। এর মধ্যে প্রথম ধাপে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবে দলের হাইকমান্ড। বাকি জনপ্রতিনিধিদের সঙ্গেও পরবর্তী সময়ে মতবিনিময় করার পরিকল্পনা রয়েছে বিএনপির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজে মজেছেন পাথিরানা

ভারতে প্রথম দফায় রেকর্ড ভোটগ্রহণ

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ

আজকের নামাজের সময়সূচি

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

ডেমরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফের আচরণবিধি লঙ্ঘন করেছেন চেয়ারম্যান প্রার্থী, নীরব প্রশাসন

ভোটের তিন বছর পর কাউন্সিলর হচ্ছেন আলী আহাম্মদ

১০

পাবনায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

১১

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

১২

শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে

১৩

ছেড়ে গেছেন সন্তানরা, সংসার টানছেন ১০৭ বছরের বৃদ্ধা

১৪

৫ হাজার টাকায় স্ত্রীকে ‘মাদক কারবারির’ হাতে তুলে ‍দিলেন স্বামী

১৫

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

১৬

সাতক্ষীরায় এমপির গাড়িতে হামলা

১৭

জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

১৮

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

১৯

খরুচে বোলিং মোস্তাফিজের, চেন্নাইয়ের হার

২০
*/ ?>
X