
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, লুটপাট বন্ধ করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে মানুষ অসহায় হয়ে পড়েছে। গত ২ মাসে তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণকে নাভিশ্বাস করে তুলেছে।
তিনি বলেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকলে এমন করতে পারত না। রাজনীতির গুণগত ও আদর্শিক পরিবর্তন ছাড়া এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। আর গুণগত পরিবর্তনের জন্য প্রয়োজন যোগ্য, দক্ষ ও আদর্শিক নেতৃত্ব।
আজ শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামপুরা থানার সভাপতি মাওলানা মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. রবিউল ইসলামের পরিচালনায় রামপুরা বালু মাঠ সংলগ্ন একটি মিলনায়তনে আরও বক্তব্য দেন—ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম, হাজী বাশার আলী বাছির, শরিফুল ইসলাম রিপন, মফিজুর রহমান দুলাল, ছাত্রনেতা ইয়াসিন আরাফাতসহ অনেকে। পরে মাওলানা মো. জাকির হোসেনকে সভাপতি, মুহাম্মদ মনির হোসেনকে সহসভাপতি ও মো. রবিউল ইসলামকে সেক্রেটারি করে রামপুরা থানা কমিটি ঘোষণা করা হয়। পরে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উত্তরের হাতিরিঝিল থানা শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মালিবাগস্থ আবুল হোটেল ক্যাফেতে হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ।
হাজী আব্দুস সাত্তার মুন্সীর সভাপতিত্বে ও জুনায়েদ আহমেদের পরিচালনায় ওই সভায় বক্তব্য দেন—মুফতি ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদারসহ অনেকে।
এ ছাড়া বাড্ডা, উত্তরা পশ্চিম, গুলশান, ভাষানটেক, দারুস সালাম, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ উত্তরসহ বেশ কয়েকটি থানায় সম্মেলন হয়েছে।