
তরুণ সমাজকে মাদকের হাত থেকে বাঁচানোর আহ্বান জানিয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেছেন, ‘সর্বনাশা মাদক এখন শহর-বন্দর, গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। মাদকের ছোবলে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ধাবিত হচ্ছে। তারা নেশাগ্রস্ত হয়ে বিপদগামী হচ্ছে।
‘নেশা করতে করতে শিক্ষার দিকে ধাবিত না হয়ে নিজের সুন্দর জীবন গড়ার পরিবর্তে নিজেদের অজান্তেই চলে যাচ্ছে অবক্ষয়ের দিকে। আমাদের অহংকার এই তরুণ প্রজন্মকে মাদকমুক্ত পরিবেশে বসবাসের ব্যবস্থা করতে হবে।’
রওশন এরশাদ আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, দেশে মাদকের সয়লাব হয়ে গেছে। সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাদকমুক্ত করার জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ কর্মকর্তাদের কর্মতৎপরতা বাড়াতে হবে। প্রতিবেশী দেশ থেকে স্রোতের মতো আসছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হিরোইন, মদ ও আফিম। কর্মকর্তাদের চিহ্নিত করতে হবে কোন পথে কোন দেশ থেকে কীভাবে এই মাদক আসে। সেই পথে যেন কোনোভাবে মাদক না আসতে পারে, সেজন্য শক্ত অবস্থানে থাকতে হবে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, মাদক এখন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, সারা দেশের মানুষের সমস্যা। মাদকের গডফাদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মাদক নির্মূলে শুধু সরকারই নয়, দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে।