২০২৩ সালই হবে জনগণের মুক্তির বছর : মান্না

মাহমুদুর রহমান মান্না।
মাহমুদুর রহমান মান্না।ছবি : সংগৃহীত

চলমান ২০২৩ সালই জনগণের মুক্তির বছর হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে সরকারের নির্বাহী আদেশে শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান মান্না।

তিনি বলেন, কিছুদিন আগে খুচরা পর্যায়ে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। এর আগে বাড়ানো হয়েছে পাইকারি পর্যায়ে। এবার বাড়ানো হলো গ্যাসের দাম। বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম প্রায় ২০০ শতাংশ বাড়ানো হয়েছে। এই সরকার গত সাড়ে ১৩ বছরে গ্যাসের দাম বাড়িয়েছে ৪০০ শতাংশ। এমনিতেই রপ্তানি খাতসহ দেশের প্রায় সব শিল্প সংকটকাল অতিক্রম করছে। এর মধ্যে কোনো পক্ষের পরামর্শ তোয়াক্কা না করে সরকারের নির্বাহী আদেশে গ্যাসের মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিকে আরও পর্যুদস্ত করবে।

মান্না বলেন, বর্তমানে মূল্যস্ফীতি অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে মানুষ নাজেহাল। উৎপাদনশীল খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে পণ্যের উৎপাদন খরচ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাবে। ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে—যার চাপে পিষ্ট হবে সাধারণ জনগণ।

অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে নাগরিক ঐক্যের বলেন, এভাবে স্বেচ্ছাচারী শাসন চলতে পারে না, চলতে দেয়া যাবে না। অবৈধ স্বৈরাচার সরকারের দিন শেষ হয়ে এসেছে। তারা সবদিক থেকে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। এবার জনগণ তাদের অত্যাচার, অনাচার, দুঃশাসনের হিসাব নিবে। ২০২৩ সালই হবে জনগণের মুক্তির বছর।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com