
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
আজ সোমবার ১৪ দলের অন্যতম এই শরিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে, রাজশাহীতে বিএনপির প্রকাশ্য জনসভা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, হুমকি প্রদানকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা-তারেকের মতোই হত্যা-খুনের রাজনৈতিক পথেই আছে।
তারা বলেন, বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো হামলা চালিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও নিশ্চিহ্ন করার জঘন্য বর্বর রাজনীতিই করছে।
বিবৃতিতে নেতারা আরও বলেন, হত্যা-খুন-জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ উৎপাদন, পুনঃউৎপাদনের কারখানা বিএনপি সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির জন্য স্থায়ী বিপদ। তাই কোনো ছাড় না দিয়ে বিএনপিকে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির মাঠ থেকে রাজনৈতিকভাবে বিদায় দিয়েই দেশে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে নিরাপদ ও শক্তিশালী করতে হবে।