বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আসুন আমরা শান্তি প্রক্রিয়ায় গণতন্ত্র ফিরিয়ে আনি : বরিশালে মঈন খান

আসুন আমরা শান্তি প্রক্রিয়ায় গণতন্ত্র ফিরিয়ে আনি : বরিশালে মঈন খান

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে রাজি কিন্তু গণতন্ত্রহীন থাকতে রাজি নয়। আসুন আমরা শান্তি প্রক্রিয়ায় গণতন্ত্র ফিরিয়ে আনি। আপনারা ক্ষমতা ছেড়ে জনগণের কাতারে এসে দাঁড়ান। আসুন একসাথে ভোট চাইব আমরা। আপনাদের ভয় কি উন্নয়নের জোয়ারে তো আগেই এগিয়ে আপনারা। তাহলে কেন এত ভয় আপনাদের? আজ শনিবার বিকেলে বরিশালের জেলা স্কুল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মঈন খান আরও বলেন, বরিশালে আমরা এসেছি একটি উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে আমরা গণতন্ত্র চাই। কারণ আওয়ামী লীগ এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তারা কোনোদিন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হতে পারে না। আওয়ামী লীগ তো নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করে। তাহলে কেন তারা সেদিন গণতন্ত্রকে হত্যা করল।

মঈন খান এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কীভাবে স্বাধীনতা ঘোষণা দেন এবং ওই সময় কি কি করেন, কীভাবে যুদ্ধ করে জিয়াউর রহমান বীরউত্তম উপাধি পান তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, অনির্বাচিত এ সরকারকে বিদায় নিতে হবে। বারবার দাম বৃদ্ধি ঘটিয়ে এ সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে নিঃস্ব করে দিয়েছে।

তিনি বলেন, এই বিভাগীয় গণসমাবেশের মাধ্যমে বিএনপি সারা দেশের ১ কোটি মানুষকে সরাসরি সম্পৃক্ত করতে পেরেছে। বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে আমরা রাজপথ ছাড়ব না। একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

তিনি আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বলেন, জোরজুলুম করে ক্ষমতায় থাকা যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায় না। বাংলাদেশে শুধু আওয়ামী লীগের অধিকার রক্ষা করা হয়। আওয়ামী লীগ যারা করে তাদের ধন-সম্পদের পাহাড় হচ্ছে। এ সময় ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার ঘোষণা দেন মঈন খান।

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান ওমর বীরউত্তম বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে। কীভাবে যাবে প্রশ্ন তুলে তিনি বাঘা বাঘা ছাত্রনেতাদের নাম উল্লেখ করে বলেন, এইসব ছাত্রনেতা ও আজকের ছাত্র নেতাদের যদি একতা থাকে তাহলে আগামী নির্বাচনে বিএনপি যেভাবে চায় সেভাবেই হবে। আমাদের ২৭ দফা ও ১০ দফা সবমিলিয়ে কিন্তু ১ দফা।

শাজাহান ওমর প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, শুনুন। আপনাদের বেতন দেয় এ দেশের সাধারণ মানুষ। তাহলে একটি দলকে কেন এত সুবিধা দিচ্ছেন। এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় বিএনপির নেতাকর্মীদের মুক্তি; গ্যাস, বিদ্যুৎ, নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে সারা দেশের ১০টি স্থানে একযোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশালে মহানগর বিএনপি আয়োজিত এই বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। সাবেক সভাপতি ও সংসদ সদস্য কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক মজিবুর রহমান সরোয়ার, জয়নাল আবেদীন ছাড়াও বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বরিশাল বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, শিরিন, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. এইচএম তছলিম উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

হৃদরোগে আক্রান্ত সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি

রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সাকিব আল হাসান

টেকনাফে অপহৃত ১০ জনকে টাকার বিনিময়ে মুক্তি

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় সেরা তিনে যারা

সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

‘ভারত থেকে পেঁয়াজ আসছে শুক্রবার’

আইসিসির এলিট প্যানেলে সৈকত

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে ১৩০ ব্রিটিশ এমপির চিঠি

১০

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে মার্কিন কর্মকর্তার পদত্যাগ

১১

এবার ড. ইউনূসের ইউনেস্কোর পুরস্কার নিয়ে মুখ খুললেন তার আইনজীবী

১২

দাম কমে অর্ধেক, তবুও মিলছে না ক্রেতা

১৩

একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে : ফখরুল

১৪

জেল থেকে মুক্ত হয়ে আলভেজের পার্টি

১৫

ব্যাংকের ভেতর থেকেই গ্রাহকের টাকা ছিনতাই

১৬

একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন 

১৭

সুলতান আহমেদ হাওলাদারের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

১৮

সাতক্ষীরায় নদীর বেড়িবাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ

১৯

ভয়ংকর ত্রয়ীতে নতুন স্বপ্ন ব্রাজিলের

২০
*/ ?>
X