ভারতীয় হাইকমিশনারের নৈশভোজে বিএনপির ৫ নেতা

ভারতীয় হাইকমিশনারের নৈশভোজে বিএনপির ৫ নেতা

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের আমন্ত্রণে তার বাসভবনে নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির ৫ জন শীর্ষ নেতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বাসভবনে যান। সেখানে বিএনপির নেতারা হাইকমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিএনপির নেতাদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে জানান, ‘আমি শুনেছি বিএনপির মহাসচিবসহ একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে তার বাসভবনে গেছেন।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com