কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতির বৃহত্তর স্বার্থে আমরা সংগ্রামে নেমেছি : ফখরুল

জাতির বৃহত্তর স্বার্থে আমরা সংগ্রামে নেমেছি : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার কিছুতেই যাবে না। অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শেষ পর্যন্ত লড়াই করে যাবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এদের বিদায় করতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে আজকে আমরা সংগ্রামে নেমেছি।

আজ রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ আসাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শহীদ আসাদ পরিষদ’র উদ্যোগে এই আলোচনা সভা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে এই সরকার সব স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। দমন-পীড়ন করছে এবং আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে। আজকে আমরা অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করছি। আজকে সব দল ঐক্যবদ্ধ হয়েছে, আরও ঐক্যবদ্ধ হবে। জনগণই আমাদের পথ দেখাবে। কোন পথে গেলে এই দানবকে পরাজিত করতে পারব। এটাই হচ্ছে আমাদের মূল কথা। শুধু বিএনপি নয়, আজকে সব রাজনৈতিক দল যারা একমত হয়েছি-আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চাই।

তিনি বলেন, ‘আমরা বারবার করে বলেছি, আজকে এই সরকার আমাদের দুটি বিষয়কে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে- একটি হচ্ছে রাজনৈতিক বিষয়। আমরা একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চেয়েছিলাম। আরেকটি হচ্ছে- সাম্যের ওপর ভিত্তি করে একটি অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে চেয়েছিলাম, সে জায়গাতে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে গরিবরা আরও গরিব হচ্ছে, ধনীরা আরও ধনী হচ্ছে। আজকে আমরা দেখছি, যে মানুষটি ছেড়া জুতা পরে ঘুরত- সে আজকে দামি দামি গাড়িতে চড়ছে। যার মাথা গোজার ঠাঁই ছিল না- সে আজ বিল্ডিং করেছে। এখান থেকে আমাদের বের হতেই হবে।’

বিএনপির মহাসচিব বলেন, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য, সত্যিকার অর্থে একটি কল্যাণমূলক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য, মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আরও বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে এদের পরাজিত করতে হবে। আজকে আমরা জাতির স্বার্থে সংগ্রামে নেমেছি। যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রামে নেমেছি, অবশ্যই এ দেশকে ফ্যাসিবাদের হাত থেকে, ভয়াবহ দানবের হাত থেকে মুক্ত করে সত্যিকার অর্থে কল্যাণমূলক-সমৃদ্ধির বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম হব।

শহীদ আসাদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, শহীদ আসাদের যে ত্যাগ, যে আত্মোৎসর্গ- সেটা এই সময়ের সাথে অনেকটা মিল রয়েছে। কারণ, আজকে সেই একইভাবে একটি ফ্যাসিবাদ আমাদের বুকের ওপর চেপে বসেছে। এক্ষেত্রে শহীদ আসাদ আমাদের কাছে প্রেরণা।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মাহবুব উল্যাহর সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, শহীদ আসাদের ছোট ভাই ড. নুরুজ্জামান হক প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে মাছের সঙ্গে উঠে এলো মরদেহ

স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের চেষ্টা

প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ করছে পারিবারিক পুষ্টি বাগান

বাকেরগঞ্জে অনুমোদন বিহীন দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধের দাবি

টিসিবির পণ্যের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শালিকে কোপাল দুলাভাই 

৯ মাসেই রির্জাভ থেকে ১০ বিলিয়ন ডলার বিক্রি

বাঙলা কলেজ ছাত্রলীগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁদপুরে ২ শ্রমিককে ইট ভাটায় আটকে রাখার অভিযোগ

অপরাধী শনাক্ত করবে সিসি ক্যামেরা

১০

ই-সিগারেট / নতুন মোড়কে পুরনো সর্বনাশ

১১

নন্দীগ্রামে প্রেসক্লাবের তুহিন সভাপতি, হানিফ সম্পাদক

১২

মসজিদে নামাজের সময় এসি বিস্ফোরণ

১৩

সপ্তাহের ব্যবধানে একই এলাকায় আবারও খুন

১৪

বদরের শিক্ষায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে : সেলিম উদ্দিন

১৫

মৃত অবস্থায় পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় সেই সাপ

১৬

‘এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন’

১৭

‘ট্রি অব পিস’ পুরস্কারের যে প্রমাণ দিল ইউনূস সেন্টার

১৮

মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল যুবকের

১৯

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি (২৯ মার্চ ২০২৪, শুক্রবার)

২০
*/ ?>
X