ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছে : আমীর খসরু

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছে : আমীর খসরু

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের যে অবস্থা, তাদের একমাত্র ভরসা হচ্ছে রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতা দখলের প্রচেষ্টা করছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আজ নিঃস্ব হয়ে গেছে। আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নেই। এটি এখন একটি ফ্যাসিস্ট গোষ্ঠীতে পরিণত হয়েছে।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীর মুক্তি, সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করে দলটি।

ভোট চুরি করার জন্য আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, বাংলাদেশের যত অপকর্ম, যত গায়েবি মামলা, গ্রেপ্তার গুম—খুন হচ্ছে তা শুধু ভোট চুরি করার জন্য। বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্যই। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে বাইরে রেখে সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে ক্ষমতা দখল করার করণেই বাংলাদেশ আজ পিছিয়ে গেছে। এই গর্তের মধ্যে আমরা পড়েছি।

তিনি বলেন, তারা শুরু ভোট চুরিই করছে না। তারা পুকুরচুরি করছে, ব্যাংক, শেয়ারবাজার, বড় বড় মেগা প্রকল্প চুরি করছে। তারা বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে। তারা বাংলাদেশকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব করেছে। সে জন্য বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। নিম্নআয়ের মানুষ দুবেলা খেতে পারছে না। সংস্কৃতিশিক্ষার ক্ষেত্রেও আমাদের ধ্বংস করে দিয়েছে।

এই দুর্দশা থেকে যদি বের হয়ে আসতে হলে আমাদের রাস্তার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন করতে হবে।

জনগণ তাদের মালিকানা ফিরে পাওয়ার আন্দোলনে রাস্তায় নেমেছে উল্লেখ করে স্থায়ী কমিটির এ সদস্য বলেন, লক্ষ-কোটি জনতা রাস্তায় নেমেছে। তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রের কোনো শক্তি টিকে থাকতে পারবে না। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কেউই টিকতে পারবে না। বাংলাদেশের মানুষের কাছে বিদায় নিতে হবে। মামলা গ্রেপ্তার-গুম-খুন আমাদের মামলা থামাতে পারে নাই। আমরা প্রাণ দিতে শিখেছি, রক্ত দিতে শিখেছি। আজকে বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে। কাদের কেউ থামাতে পারবে না।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম।

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে দুপুর থেকেই নগরীর চড়পাড়া, মাসকান্দা এলাকায় মিছিল সহকারে নেতাকর্মী দলে দলে উপস্থিত শুরু করে। এক পর্যায়ে সমাবেশস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি জনতার ঢল নামে। এ সময় চরপাড়া, মাসকান্দা ও পাটগুদাম ব্রিজমোড় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

আর্কষণীয় বেতনে প্রাণ গ্রুপে চাকরি

সিরাজগঞ্জে হিটস্ট্রোকে আরও এক কৃষকের মৃত্যু

ভূমি অফিসে চায়ের দাম ৫শ টাকা!

হঠাৎ এফডিসিতে সাংবাদিকের ওপর হামলা

তীব্র তাপদাহেও কক্সবাজারে পর্যটকের উপচেপড়া ভিড়

উত্তাল ফরিদপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-গুলি

জামায়াতের ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ফের কারাগারে আ.লীগ নেতা

রাতে মাঠে নামবে চেন্নাই, একাদশে থাকবেন তো মোস্তাফিজ

১০

বৃষ্টির পানির জন্য চোখের পানি ফেললেন হাজারও মুসল্লি

১১

তীব্র গরমে যবিপ্রবিতে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা

১২

হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

১৩

৬ বছরে সিনেমা থেকে কত টাকা আয় করল সৌদি

১৪

এল ক্লাসিকো / জানা গেল কেন ইয়ামালের গোল দেয়নি রেফারি 

১৫

অনলাইনে পাঠদানের পরামর্শ অভিভাবকদের 

১৬

৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

১৭

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা

১৮

সিনেমা থেকে আয় বাড়াতে সৌদির নতুন উদ্যোগ

১৯

গাজীপুর মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির রক্তাক্ত মরদেহ

২০
*/ ?>
X