মতপ্রকাশে বিশ্বাসী মানুষরাই কারান্তরীণ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমি কিছুদিন আগে কারাগার থেকে বেরিয়ে এসেছি। ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক সাংবাদিক কারান্তরীণ অবস্থায় রয়েছেন। যারা ফেসবুকে মতামত দেন, তারা এখন কারাগারের মধ্যে। এটাই হচ্ছে ফ্যাসিবাদী শাসন, এটাই হচ্ছে একনায়কতান্ত্রিক শাসন, এটাই হচ্ছে স্বৈরাচারী শাসন। সারা দেশে মতপ্রকাশে বিশ্বাসী মানুষরাই কারান্তরীণ হন।’

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজ দেশের গুণীজন যারা, তারাও মতপ্রকাশের স্বাধীনতা না থাকার কারণে অনেক দুঃখ-কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। যেসব গণমাধ্যম কিছুটা সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করেছে, তাদের বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের সম্পাদক ও সাংবাদিকদের নিপীড়ন-নির্যাতনের মধ্যে দিনযাপন করতে হচ্ছে। কেউ নিষ্কৃতি পাচ্ছে না। যারা সত্য কথা বলবেন, ন্যায়বিচারের কথা বলবেন, তাদের কারও কোনো নিষ্কৃতি নেই। কিন্তু যারা ক্ষমতাসীন, যারা এভাবে পার পেয়ে যেতে চাচ্ছেন, তারা কিন্তু নিজেদেরই ক্ষতি করছেন।’

এর আগে সকালে সেগুনবাগিচায় ডিআরইউর কার্যালয় প্রাঙ্গণে সংগঠনটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিপোর্টারদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ‘ঐক্যের সমৃদ্ধি’। বিকেলে সংবর্ধনা অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী।

ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনুল আহসান, সহসভাপতি দীপু সারোয়ার এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব কামাল উদ্দিন সুমন। সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুষ্ঠানে সুইডেনে অবস্থান করায় তিনি সেখান থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেছেন বলে জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সহসভাপতি আবু দারদা জোবায়ের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রবীণ সদস্য মুফদি আহমেদ, খুরশিদ আলম, গাজী আবু বকরসহ ইউনিটির কার্যনির্বাহী কমিটির বর্তমান ও সাবেক সদস্য উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com