রাজকুমার নন্দী
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও নিচ্ছে বিএনপি

আন্দোলনের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও নিচ্ছে বিএনপি

কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার নীতিগত সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় করে তবেই দ্বাদশ সংসদ নির্বাচনে যেতে চায় তারা। তাই দাবি আদায়ে দল এখন যুগপৎ আন্দোলনে থাকলেও ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতিও নিচ্ছে হাইকমান্ড। এরই মধ্যে প্রায় ২০০ আসনের প্রার্থী তালিকার খসড়াও তৈরি করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের সংগঠন গোছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কারাগারে থাকা ও মামলা-হামলার শিকার নেতাকর্মীদের পাশেও দাঁড়াতে বলা হয়েছে। এমন কার্যক্রমকে নির্বাচনী প্রস্তুতি হিসেবেই দেখছেন তৃণমূলের নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, আমরা এখন আন্দোলনে রয়েছি। এর মধ্য দিয়ে সংগঠন চলছে। যখন দাবি আদায় হবে, তখন নির্বাচনের কথা ভাবব।

দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, বিএনপি নির্বাচমুখী দল। আমাদের নির্বাচনী প্রস্তুতি সবসময়ই আছে। শুধু বিএনপি নয়, যে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রস্তুতি সবসময়ই থাকে।

এদিকে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আগামীতে ক্ষমতায় গেলে কী কী করতে চায়, সেটাও স্পষ্ট করেছে বিএনপি। রাষ্ট্রের সার্বিক সংস্কারে গত ১৯ ডিসেম্বর ২৭ দফা রূপরেখা ঘোষণা করেছে দলটি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনেরও ঘোষণা দিয়েছে তারা। রূপরেখার পক্ষে জনমত তৈরি ও বিষয়গুলো দেশবাসীর কাছে তুলে ধরতে গত বছরের শেষদিকে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনকে নিয়ে মতবিনিময় সভা করেছে দলটির মিডিয়া সেল।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে—এটা আওয়ামী লীগও জানে।

দলটির আরেক ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, নির্বাচন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এরই মধ্যে ২০০ আসনের প্রার্থী মোটামুটি ঠিক করা আছে। কিছু আসন তো পূর্বনির্ধারিত থাকে। সব মিলিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাথা ঘামাচ্ছে না বিএনপি।

বিএনপির এক সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা বেশ কিছুদিন ধরে তৃণমূলে কর্মসূচি করছি। নয়টি বিভাগীয় শহরে গণসমাবেশ করেছি।

জেলা-উপজেলা-থানা এমনকি ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ করেছি, মহানগরগুলোতেও সমাবেশ করেছি। এখন ইউনিয়ন পর্যায় থেকে পদযাত্রার কর্মসূচি করতে যাচ্ছি। আমরা যত সাংগঠনিক কার্যক্রম করছি, সবই তো নির্বাচনের প্রস্তুতির অংশ। তবে সেই নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হতে হবে।

একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট করা বিএনপির দুই তরুণ প্রার্থী বলেন, হাইকমান্ড থেকে সরকার হটাতে কঠোর আন্দোলনের প্রস্তুতির বিষয়ে আমাদের বলা হয়েছে। আমরা নিজেদের উদ্যোগে সংগঠন গুছাচ্ছি। প্রতিটি ইউনিয়নে কর্মিসভা করছি। অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সমন্বয়ে ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কাজ শুরু করেছি, যাতে বিএনপি নির্বাচনে গেলে এসব কমিটি থেকেই পোলিং এজেন্ট নিয়োগ করা যায়।

শেখ হাসিনা সরকারের অধীনে হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জন করে আন্দোলনে নামে বিএনপি; কিন্তু সেই নির্বাচন ঠেকাতে পারেনি তারা। পরবর্তী সময়ে দলীয় সরকারের অধীনে ও খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় দলটি। শেষ মুহূর্তে দলীয় সেই অবস্থান থেকে সরে আসে। খালেদা জিয়াকে কারাগারে রেখেই ভিন্ন মতাদর্শের ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে দলটি।

ওই নির্বাচনে চূড়ান্তভাবে জামায়াতকে ২২টিসহ ২০ দলীয় জোটকে ৩৯টি ও গণফোরামকে ছয়টিসহ জাতীয় ঐক্যফ্রন্টকে ১৯টি আসন ছেড়ে দেয় তারা। এককভাবে ২৪২টি আসনে নির্বাচন করে বিএনপি।

তবে তাদের শরিকদের অনেকেই এবার মনে করছে, এবারও শেষ মুহূর্তে বিএনপি যদি জাতীয় নির্বাচনে অংশ নেয়ও, তাদের জন্য ধানের শীষ পাওয়াটা মোটেই সহজ হবে না। চলমান যুগপৎ আন্দোলনে সাংগঠনিকভাবে কার কতটুকু অংশগ্রহণ থাকবে, সে বিবেচনায় হয়তো শরিক দলগুলোর মূল্যায়ন করতে পারে বিএনপি। সে অনুযায়ী আগামী নির্বাচনে শরিকদের ধানের শীষ পাওয়ার বিষয়টিও নির্ধারিত হতে পারে।

গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। এরপর ঢাকায় ৩০ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি ও সমমনা দলগুলো। ধীরে ধীরে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে চান তারা। আর চূড়ান্ত আন্দোলন শুরু করতে চান আগস্ট-সেপ্টেম্বরের দিকে। যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোকেও বিএনপির পক্ষ থেকে এ বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলের অনলাইন টিকিটে ডিজিটাল জালিয়াতি

এসকেএফ ফার্মাতে চাকরি, কর্মস্থল ঢাকা

আ.লীগ দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে : মেজর হাফিজ

মিয়ানমারের গোলাগুলি-বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্টমার্টিন

পায়ুপথে ৭০ লাখ টাকার সোনার বার পাচার অতঃপর...

নিজেদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে শিশুদের প্রতি গণপূর্তমন্ত্রীর আহ্বান

‘নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশনা বাতিলের দাবি’

চাঁপাইনবাবগঞ্জে নগদ টাকা-মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

আমার এলাকায় দ্বৈত শাসন চলবে না : সাবেক ভূমিমন্ত্রী

লবণাক্ত পতিত জমিতে রসুন চাষে কৃষকের মুখে হাসি

১০

মোংলায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

১১

সমাজসেবা অধিদপ্তরে ৩৪৮ জনের বিশাল নিয়োগ 

১২

দেশকে রাহুমুক্ত করতেই বিএনপির আন্দোলন : গয়েশ্বর

১৩

মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর : পররাষ্ট্রমন্ত্রী 

১৪

ফেনীতে পৃথক স্থানে সড়কে ঝড়ল ২ প্রাণ

১৫

রাতেই ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা দেখালেন নিরাপত্তাকর্মী

১৭

রেকর্ড গড়তে ১৩ সেকেন্ডে এক লিটার লেবুর শরবত পান

১৮

অনিয়মের অভিযোগে বন্ধ ৮২ লাখ টাকার সড়ক

১৯

এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা!

২০
*/ ?>
X