
সরকারের দুর্নীতি ও লুটপাটে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ আজ অসহায় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, সামনে রমজান, কিন্তু মানুষের কষ্ট লাঘবে সরকারের কার্যকরী কোনো পদক্ষেপ নেই। জনবিচ্ছিন্ন হওয়ায় ক্ষমতায় টিকে থাকতে তারা এখন বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কিন্তু দমনপীড়ন, হামলা-মামলা করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিরোধী দলগুলোর চলমান আন্দোলনেই এই সরকারকে বিদায় নিতে হবে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে গণতন্ত্র মঞ্চের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বক্তব্য দেন।
সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।