কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চায় গণতন্ত্র মঞ্চ

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চায় গণতন্ত্র মঞ্চ

সরকারের নির্বাহী আদেশে শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা। আজ বুধবার গণতন্ত্র মঞ্চের পক্ষে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান তারা।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, দেশের অর্থনীতির এই মহাসংকটের মধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধি সামগ্রিকভাবে দেশকে আরও সংকটের দিকে নিয়ে যাবে। বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র ও কুটিরশিল্পে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে প্রায় তিনগুণ করা হয়েছে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠছে। এই হারে গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে পণ্যের উৎপাদন খরচ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাবে। ফলে স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতি আরও বাড়বে। জনজীবন বিপর্যস্ত হবে।

তারা বলেন, সরকার এবং সরকারি দলের মদতপুষ্টদের লুটপাটের খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। কয়েক দিন আগে খুচরা পর্যায়ে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। এর আগে বাড়িয়েছে পাইকারি পর্যায়ে। ক্ষমতাসীন আওয়ামী স্বৈরাচার সরকারের গত ১৪ বছরের শাসনামলে খুচরা এবং পাইকারি উভয় পর্যায়ে ১১ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কিছুদিন আগে বেড়েছে জ্বালানি তেলের দাম। এখন শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানো হলো। যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে।

নেতারা আরও বলেন, সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রতি ইউনিট গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়ে যাবে কয়েকগুণ। ইতোমধ্যে সরকার প্রতি মাসে বিদ্যুতের মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে। এখন উৎপাদন খরচ বৃদ্ধির অজুহাত দেখিয়ে প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করবে অবৈধ ক্ষমতাসীনরা।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বিগত ১৪ বছরে সরকার এবং সরকারি দলের মদতপুষ্টরা দেশ থেকে ১০ লাখ কোটি টাকার বেশি পাচার করেছে। সরকারের কাছে দেশ চালানোর টাকা নেই। মাসে মাসে টাকা ছাপিয়ে তারা ব্যয় নির্বাহ করছে। এভাবে সার্বিকভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশকে দেউলিয়াত্বের পথে ধাবিত করছে অবৈধ ক্ষমতাসীন সরকার। দেশ, দেশের অর্থনীতি ও দেশের মানুষকে বাঁচাতে এখনই এই সরকারের পতন ঘটিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের উন্নতি দেখে আমাদের লজ্জা হয় : পাক প্রধানমন্ত্রী

শাহজাদপুরে বৃষ্টি কামনায় ইসতেসকার নামাজ আদায়

চুয়েটে উপাচার্য অবরুদ্ধ, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের

শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

নাভালনির শেষকৃত্য করা সেই পুরোহিতকে চরম শাস্তি

চরমোনাই পীরের নতুন কর্মসূচি ঘোষণা 

গাজীপুর ওয়ালটন এসি কিনে মিলেনিয়র হলেন স্যানিটারি ব্যবসায়ী

শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

ইরান-ইসরায়েল সংকট ও মধ্যপ্রাচ্যের নয়া ভূ-রাজনৈতিক সমীকরণ

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

১০

বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি

১১

ফেরত পাঠানো হলো মিয়ানমারের ২৮৮ সেনা ও সীমান্তরক্ষী সদস্যকে

১২

অ্যাসোসিয়েট ম্যানেজার পদে ব্র্যাক ব্যাংকে চাকরি

১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন সাকিব

১৪

মেট্রোরেল সাভার পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানববন্ধন

১৫

গরুর দুধে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, আক্রান্ত এক ব্যক্তি

১৬

সমুদ্র সৈকতে ভয়ংকর বিষধর সাপ, আতঙ্ক

১৭

রাজধানীর যে ২০ স্থানে বসছে পশুর হাট

১৮

শ্রম পরিবেশ উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন

১৯

‘দ্য ওয়ার্ল্ড স্কলার্স কাপ ২০২৪’ / শুরু হলো জমজমাট বুদ্ধির লড়াই!

২০
*/ ?>
X