তত্ত্বাবধায়ক নয়, স্বাধীন ইসি চায় ইসলামী ফ্রন্ট

শনিবার চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেন চেয়ারম্যান মাওলানা এম এ মতিন।
শনিবার চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেন চেয়ারম্যান মাওলানা এম এ মতিন।ছবি : কালবেলা

পরিত্যক্ত তত্ত্বাবধায়ক সরকার বা গোঁজামিলের দলীয় সরকার কোনোটাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরেও কীভাবে জাতীয় নির্বাচন হবে—এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়া দুর্ভাগ্যজনক। বড় দুই দল জনগণকে জিম্মি করে ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত।’

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে ইসলামী ফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এম এ মতিন বলেন, ‘সংবিধান সংশোধন করে স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী কার্যকর নির্বাচন কমিশন (ইসি) গঠনের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের স্থায়ী সুরাহা করতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়তে হবে।’

ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলির সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান বক্তা ছিলেন মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। এতে আরও বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস কাজী মঈনুদ্দীন আশরাফী, দলের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা আশরাফ শাহ্, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, আল্লামা আবু সুফিয়ান আল কাদেরী, মাওলানা রেজাউল করিম তালুকদার প্রমুখ।

মহাসমাবেশে বায়তুল মোকাররম, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিকৃত মতাদর্শী স্বাধীনতা বিরোধীদের অপসারণ করে সুন্নি আলেম, ইমাম-খতিব ও ইসলামি লেখক-গবেষকদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

ইসলামী ফ্রন্টের মহাসচিব স উ ম আবদুস সামাদ বলেন, ‘জাতীয় নির্বাচন এলে মানুষ ভয় পায়। সংঘাত-হাঙ্গামা বেড়ে যায়। আমরা অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার যেমন চাই না, তেমনি আজিজ-হুদা মার্কা দলীয় আজ্ঞাবহ মেরুদণ্ডহীন অকার্যকর নির্বাচন কমিশনও চাই না। স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনের প্রতি গণআস্থা ফিরিয়ে আনতে হবে।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com