
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আটকের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ঘোষিত এ কর্মসূচির মধ্যে রয়েছে—আজ সোমবার থানায় থানায় এবং বুধবার ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল। এ ছাড়া ২৭ মে শনিবার রয়েছে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।
কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সবাইকে অনুরোধ জানিয়েছেন।