কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রহীন দেশে এখন জুলুমতন্ত্র চলছে : অধ্যাপক মুজিবুর রহমান

গণতন্ত্রহীন দেশে এখন জুলুমতন্ত্র চলছে : অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একটি কলঙ্কিত দিন। একটা স্বাধীন দেশের মানুষ হিসেবে তারা স্বাধীনভাবে বসবাস করবে, নির্ভয়ে-নির্দ্বিধায় নিজের মতপ্রকাশ করবে, ন্যায়ের পক্ষে কাজ করতে পারবে, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করতে পারবে। অথচ ১৯৭৫ সালের আজকের এই দিনে সবার গলা টিপে ধরে কণ্ঠকে রোধ করা হয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বাতিল করে একটি মাত্র দল বাকশাল কায়েম করেছিল। বাকশাল কায়েমের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী সরকার বাংলাদেশে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল। মূলত তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই বাকশাল কায়েম করেছিল।

আজ বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে ‘বাকশাল প্রতিষ্ঠা ও গণতন্ত্র হত্যা’র প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, অধ্যাপক নুরুন্নবী মানিক, আব্দুর রহমান, মোহাম্মদ রফিকুন্নবীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীনরা দেশটাকে মগের মুল্লুক মনে করে লুটপাট, ধর্ষণ, রাহাজানি শুরু করে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে গিয়েছিল। লুটপাট করার পরে তাদের দুর্নীতি ঢাকতে তারা সব গুদামে আগুন লাগিয়ে দিত, যেন তাদের দুর্নীতির কোনো প্রমাণ না থাকে। এমন কোনো অপকর্ম ছিল না, যা তারা করতে বাদ রেখেছিল। ’৭৫ সালের বিভীষিকার মতো দেশে আজ গণতন্ত্র নাই, অর্থনীতিও শেষ, দেশে এখন জুলুমতন্ত্র চলছে।

তিনি বলেন, ‘বাকশাল কায়েম করে, গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ দেশ ও জাতির যে ক্ষতি করেছিল জনগণ নতুন করে তা আর দেখতে চায় না। আমরা দেখতে চাই মানুষ নিজেদের অধিকার ফিরে পেয়েছে, দুবেলা-দুমুঠো খেয়ে শান্তিতে বসবাস করছে। এজন্য আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই।’

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আজকে ক্ষমতাসীন আওয়ামী সরকার বাংলাদেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে। আজকে বিরোধীদলের ওপর নিয়মিত জুলুম নির্যাতন ও গ্রেপ্তার চলছে। জামায়াতে ইসলামীকে তার রাজনৈতিক অধিকার দেওয়া হচ্ছে না। জামায়াতের অফিসগুলো বন্ধ রাখা হয়েছে, নেতাকর্মীদের যেখানেই পাচ্ছে, সেখানেই অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের ঘরের মধ্যেও স্বাভাবিকভাবে পাওয়া গেলে তাদের নাশকতার মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। দাড়ি টুপি দেখে জামায়াত ভেবে সাধারণ মানুষকেও রাস্তা থেকে গ্রেপ্তার করা হচ্ছে। যখন এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশ বাঁচানোর আন্দোলনে ঐকমত্য পোষণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি : রেলমন্ত্রী

সবাইকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মহানগর বিএনপির

ব্যাংককে নেওয়া হলো বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে

বৃষ্টির জন্য রাজশাহীতে অঝোরে কাঁদলেন মুসল্লিরা

বিএনপির আরেক নেতা বহিষ্কার

নদীতে মিলল ছাত্রলীগ নেতার পচাগলা মরদেহ

আমেরিকার কত ট্যাঙ্ক অক্ষত আছে ইউক্রেনে?

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ-আরএফএল গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ

এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি জেলা আ.লীগের

সরকার মিথ্যা উন্নয়নের বেসুরো বাঁশি বাজাচ্ছে : এবি পার্টি

১০

যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তিরা সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন

১১

রাজনীতিতে দুর্ভোগ সৃষ্টি করেছে আ.লীগ : ইসলামী আন্দোলন

১২

ব্রিজের মুখ বন্ধ / হাজার বিঘা জমির পানি নিষ্কাষণে শঙ্কা

১৩

ব্যাংক একীভূতকরণ দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি

১৪

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

১৫

যুব মহিলা লীগ নেত্রীর বাসা থেকে অপহৃত কিশোরী উদ্ধার

১৬

‘পাকিস্তানের নিরাপত্তাকে নিজের মনে করে ইরান’

১৭

পথ-প্রান্তর রাঙিয়ে তুলেছে রক্তরাঙা কৃষ্ণচূড়া

১৮

এসএসসি পাসে মীনা বাজারে চাকরি, আবেদনের বয়স ১৮

১৯

জমি জরিপ নিয়ে নতুন নির্দেশনা ভূমিমন্ত্রীর

২০
*/ ?>
X