বাংলাদেশ আজ একটি অবরুদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী পশ্চিম অঞ্চলের উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বুলবুল।
জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, ‘দেশ ও জাতির বৃহৎ স্বার্থে যে কোনো পরিস্থিতিতে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকায় উত্তীর্ণ হতে হবে। বর্তমান আওয়ামী সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার ও নিয়ন্ত্রণ করে এ দেশের কোটি কোটি জনগণের ওপরে নিপীড়ন চালাচ্ছে, দেশের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনকে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। আজ দেশের বিচার ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়েছে। বিচারকদের ন্যায়বিচার করার কোনো স্বাধীনতা নেই।’
নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আজ সারা দেশে জামায়াতে ইসলামীর অফিস জোর করে বন্ধ করা হয়েছে। জাতীয় শীর্ষ নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। জামায়াতের প্রত্যেক নেতাকর্মীর নামে অসংখ্য মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে, গ্রেপ্তার করে, জুলুম-নির্যাতন ও হয়রানির মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করা হয়েছে। সমাজের নম্র ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত এসব ব্যক্তিকে নিজ ব্যবসা-বাণিজ্য, চাকরি, কর্মক্ষেত্রসহ পদে পদে নিষ্ঠুর অমানবিক নির্যাতন করে তাদের আর্থিক ক্ষতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তবুও ইসলামের সুমহান আদর্শের দাওয়াত প্রদান ও মানবতার সেবা থেকে জামায়াতের নেতাকর্মীকে বিচ্যুত করা সম্ভব হয়নি।’
কর্মী শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগরের আমির মুহাম্মদ আবদুল জব্বার ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। যাত্রাবাড়ী পশ্চিম জোনের পরিচালক মহানগরের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে কর্মী শিক্ষাশিবিরে ওই জোনের সব থানার আমির ও সেক্রেটারিও উপস্থিত ছিলেন।