রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে ইফতার করবে বিএনপি

বিএনপি।
বিএনপি। ছবি : সংগৃহীত

আসন্ন রমজানে রাজনীতিবিদ, কূটনীতিক ও পেশাজীবীদের সম্মানে এবারও ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি। এর মধ্যে পহেলা রমজান এতিম ও আলেম-ওলামাদের নিয়ে রাজধানীর লেডিস ক্লাবে, ৪ রমজান পেশাজীবীদের সম্মানে, ১১ রমজান রাজনীতিবিদদের সম্মানে এবং ৬ অথবা ৭ রমজান কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতার মাহফিলের আয়োজন করবে দলটি।

দলীয় সূত্রে জানা যায়, পুরো রমজান মাসজুড়ে নিজেদের এবং সমমনা রাজনৈতিক দলের ইফতার নিয়ে ব্যস্ত থাকবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগেও পৃথকভাবে বড় ধরনের ইফতারে আয়োজন করা হবে।

বিভিন্ন অঙ্গসংগঠন ও দল সমর্থিত পেশাজীবী সংগঠনের ব্যানারেও ইফতারের আয়োজনের পরিকল্পনা রয়েছে। সমমনা রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, ১২ দলীয় জোট, এনপিপি, লেবার পার্টি, এলডিপি পৃথকভাবে ইফতার পার্টির আয়োজন করবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com