
গণঅধিকার পরিষদের সাংগঠনিক কাঠামো অন্য দলের চেয়ে অনেক ভালো হলেও গণতন্ত্র মঞ্চ তাদের তেমন মূল্যায়ন করছে না বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ। আজ সোমবার এ অভিযোগ করেন তিনি।
আবু হানিফ বলেন, গণতন্ত্র মঞ্চের অন্যান্য দলের চেয়ে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কাঠামো অনেক ভালো। সমাবেশে দলের লোকসমাগমও অনেক বেশি হয়। তবে গণতন্ত্র মঞ্চের অন্য নেতারা গণঅধিকার পরিষদকে তেমন মূল্যায়ন করছে না। তারা ভাবেন- এটা একটা নতুন দল। এ বিষয়টি নিয়ে আমাদের তরুণ নেতৃবৃন্দ অনেকটা হতাশ।
তিনি জানান, গত ১১ জানুয়ারি যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের দেশে এসে সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সমাবেশে যোগদানের কথা ছিল। এ কারণে তিনি এয়ারপোর্টেও মিডিয়ায় কথা বলেননি।
গণঅধিকার পরিষদের নেতারা জানান, নুরের সমাবেশে অংশগ্রহণ করার বিষয়টি গণতন্ত্র মঞ্চের অন্য নেতাদের জানালেও তারা সমাবেশ দীর্ঘায়িত না করে দ্রুত শেষ করে দেন। এ কারণে নুর সমাবেশে যোগদান করতে পারেননি। এসব কারণে গণতন্ত্র মঞ্চের নেতাদের মাঝে এক ধরনের টানাপড়েন শুরু হয়। ফলে দলীয় বৈঠকে আজকের (সোমবার) গণতন্ত্র মঞ্চের এ সমাবেশে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় গণঅধিকার পরিষদ। তবে গণতন্ত্র মঞ্চ থেকে গণঅধিকার পরিষদ বের হয়ে গেছে, এটা সত্য নয়।
উল্লেখ্য, ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে বিএনপিসহ সমমনা দলগুলোর গত ৩০ ডিসেম্বর গণমিছিল এবং ১১ জানুয়ারির গণঅবস্থান কর্মসূচিতে সক্রিয় অবস্থান ছিল না গণঅধিকার পরিষদের। এরপর থেকেই গণতন্ত্র মঞ্চ তথা বিএনপিসহ সমমনা দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে গণঅধিকার পরিষদের। এরই পরিপ্রেক্ষিতে এ বক্তব্য প্রদান করেন আবু হানিফ।