আন্দোলন ঠেকাতেই নেতাকর্মীদের গ্রেপ্তার : জামায়াত

আন্দোলন ঠেকাতেই নেতাকর্মীদের গ্রেপ্তার : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেছেন, বর্তমানে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরকার বুঝতে পেরেছে তাদের দিন ঘনিয়ে এসেছে। তাই সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারা দেশে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে।

সম্প্রতি রাজধানী ঢাকার মিরপুরে ‘ইসলামে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা থেকে নেতাকর্মীসহ ৫৮ জনকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ এবং এই মুহূর্তে গ্রেপ্তারদের নিঃশর্তভাবে মুক্তির দাবি জানিয়ে আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন।

এটিএম মাছুম বলেন, ধর্মপ্রাণ ও বিত্তশালী মুসলমানদের জাকাত আদায়ে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন প্রতি বছরই রমজান মাসে আলোচনা সভা, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরে ‘ইসলামে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখান থেকে জামায়াতের নেতাকর্মীসহ ৫৮ জন ধর্মপ্রাণ ও সাধারণ মানুষকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ গ্রেপ্তারের মাধ্যমে সরকার ইতিহাসের নিকৃষ্টতম নজির স্থাপন করেছে। আমি এই অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, শতকরা ৯০ শতাংশ মুসলমানের দেশে এই গ্রেপ্তারের ঘটনা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। এই গ্রেপ্তারের মাধ্যমে সরকারের ইসলামবিরোধী মনোভাব নগ্নভাবে ফুটে উঠেছে।

আন্দোলন ঠেকাতেই নেতাকর্মীদের গ্রেপ্তার : জামায়াত
যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ

জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, ধর্মীয় স্বাধীনতা, মৌলিক মানবাধিকার ও গণতন্ত্র হরণকারী জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে জুলুম-নিপীড়ন বন্ধ করে মিরপুর থেকে জামায়াতে ইসলামীর গ্রেপ্তার সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com