রফিকুল ইসলাম, রংপুর
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

মোস্তফার দ্বিতীয় নাকি ডালিয়ার বাজিমাত

মোস্তফার দ্বিতীয় নাকি ডালিয়ার বাজিমাত

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আজ মঙ্গলবার। ২২৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। গতকালই কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিনসহ সব উপকরণ পাঠানো হয়েছে। প্রচুর সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মেয়র পদে দুজন প্রার্থীর দিকেই নজর ভোটারদের।

মোস্তাফিজার রহমান মোস্তফা দ্বিতীয়বারের মতো নগরপিতা হচ্ছেন, নাকি প্রথমবারের বাজিমাত করবেন হোসনে আরা লুৎফা ডালিয়া—সেজন্য অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত। গতকাল সোমবার রিটার্নিং অফিসার আবদুল বাতেনের উপস্থিতিতে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনা, পুলিশ সুপার ফেরদৌস আলম চৌধুরীসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের মূল লড়াই হবে এ অঞ্চলের অন্যতম রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। দলটির রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, বিজয়ী হবে লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। পরাজিত প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান হবে দেড় থেকে দুই লাখ। তবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার দাবি, নগরবাসী তাকেই ভোট দেবেন। রংপুরের মসনদ হবে আওয়ামী লীগের।

২০১২ সালে প্রতিষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এর আগে দুবার নির্বাচন অনুষ্ঠিত হলেও ২০১২ সালের নির্বাচন হয়েছিল দলীয় প্রতীক ছাড়া। ২০১৭ সালের নির্বাচন হয়েছিল দলীয় প্রতীকে। ২০১৭ সালে লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ৯৮ হাজার ৮০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন সিটির প্রথম মেয়র প্রয়াত সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুকে। সেবার মোস্তফা পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৮২৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝন্টু পেয়েছিলেন ৬১ হাজার ৫৫৭ ভোট। মোস্তফা-ঝন্টু ছাড়াও নির্বাচনে লড়েছিলেন পাঁচজন। তৃতীয় অবস্থানে থাকা বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা পেয়েছিলেন ৩৪ হাজার ৭৯১ ভোট।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু বলেন, ভোটের মাঠের যে অবস্থা, তাতে ২০১৭ সালের চেয়ে নৌকার ভোট কম হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ২০১৭ সালের ভোটের হিসাব অনেক বদলে যাবে। যিনি বিজয়ী হবেন তার চেয়ে নিকটতমের ভোটের ব্যবধান অনেক হতে পরে।

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমি মনে করি, এবারের ভোটটা একতরফা হবে। ভোটের হিসাব বদলে যাবে। আমার বিশ্বাস, গতবারের থেকে এবার অনেক বেশি ভোট দেবে জনগণ।

আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, যেখানে গিয়েছি, সেখানে ব্যাপক মানুষের সাড়া পেয়েছি আমি। উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক করেছেন, অনেক দিয়েছেন। আমরা রংপুরবাসী প্রধানমন্ত্রীকে কিছু দিতে পারিনি। আমার বিশ্বাস, রংপুরবাসী এবার নৌকায় ভোট দেবে। কারণ, এই নগরীতে পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। সাবেক মেয়র সেটা করতে পারেননি।

নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থী ছাড়াও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, গোলাপ ফুল প্রতীকে খোরশেদ আলম, দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের শফিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লতিফুর রহমান মিলন ও মেহেদী হাসান বণি মেয়র পদে লড়ছেন। এ ছাড়া ১৭৮ জন সাধারণ এবং ৬৭ জন প্রার্থী সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ২২৯টি কেন্দ্রের ভোটে ২২৯ জন প্রিসাইডিং অফিসার, পাশাপাশি ১১ জন সহকারী রিটার্নিং অফিসার, ১ হাজার ৩৪৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ২ হাজার ৬৯৮ জন পোলিং অফিসার হিসেবে মোট ৪ হাজার ২৭৬ জনকে নিযুক্ত করা হয়েছে। সাধারণ কেন্দ্রে চারজন পুলিশ সদস্য, আনসারসহ ১৫ জন থাকবেন। গুরুত্বপূর্ণ ৮৬টি কেন্দ্রে ১৬ জন সদস্য থাকবেন। নারী ভোটকেন্দ্রে নারী পুলিশ সদস্য ছাড়াও আনসার সদস্য থাকবেন।

নির্বাচনে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৩টি অতিরিক্ত মোবাইল টিম কাজ করবে। ১১ জন নির্বাহী ম্যাজিস্টেটের অধীনে ১১টি স্টাইকিং ফোর্স থাকছে বিজিবির। মাঠে থাকবে র‌্যাবের ১৭টি টিম। এবার ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ ও ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

রংপুর রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারিগরি ত্রুটির কারণে ভোট গ্রহণে কোনো অসুবিধা না হয়, সে কারণে বাড়তি ইভিএম আছে। যদি কোনো সমস্যা হয়, তাৎক্ষণিকভাবে তা রিপ্লেস করতে পারব। আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই, একেবারে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যেতে পারবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

ডেমরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফের আচরণবিধি লঙ্ঘন করেছেন চেয়ারম্যান প্রার্থী, নীরব প্রশাসন

ভোটের তিন বছর পর কাউন্সিলর হচ্ছেন আলী আহাম্মদ

পাবনায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে

ছেড়ে গেছেন সন্তানরা, সংসার টানছেন ১০৭ বছরের বৃদ্ধা

৫ হাজার টাকায় স্ত্রীকে ‘মাদক কারবারির’ হাতে তুলে ‍দিলেন স্বামী

১০

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

১১

সাতক্ষীরায় এমপির গাড়িতে হামলা

১২

জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

১৩

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

১৪

খরুচে বোলিং মোস্তাফিজের, চেন্নাইয়ের হার

১৫

এফডিসিতে ৫৭০ ভোটারের সংবাদ সংগ্রহে ৩০০ সাংবাদিক

১৬

যশোরে অধিকাংশ টিউবওয়েলে মিলছে না পানি

১৭

বিদেশি শ্রমিকদের সুখবর দিল কুয়েত

১৮

এফডিসিতে ফিরেছেন নির্বাচন কমিশনার, খোঁজ নেই নিপুনের

১৯

চাঁদপুরে পূবালী ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ৮ কর্মকর্তা বদলি

২০
*/ ?>
X