
টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার এক অভিনন্দন বার্তায় বিএনপির মহাসচিব বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয় করে ইতিহাস গড়ায় দেশবাসীর মতো বিএনপির প্রত্যেক নেতাকর্মী আনন্দিত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের শক্তিশালী দল ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের এ জয়ে আমি বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট টিমের এ সাফল্যের ধারা অব্যাহত থাকুক—আমি সেই প্রত্যাশা করছি।