কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রা রুখতে পারবে না : বাহাউদ্দিন নাছিম

বৃহস্পতিবার মাদারীপুরে দুটি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠনের উদ্বোধনের আগে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বৃহস্পতিবার মাদারীপুরে দুটি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠনের উদ্বোধনের আগে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, কোনো অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

আজ বৃহস্পতিবার মাদারীপুর সদর থানার কুকরাইলে শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় এবং শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের আগে এসব কথা বলেন তিনি। এরপর তিনি ক্রীড়া প্রতিযোগিতা ও বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এ এম নিজাম উদ্দিন হামিমের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, জেলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জেল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com