ড. ইউনূসের হয়রানি বন্ধের আহ্বান ভাসানী অনুসারী পরিষদের

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।ছবি : সংগৃহীত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানহানি ও হয়রানি করা হচ্ছে অভিযোগ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদ।

আজ শনিবার যৌথ বিবৃতিতে দলটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এবং সদস্য সচিব হাবিবুর রহমান রিজু এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, সরকার নিছক রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্বনন্দিত ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ড. ইউনূসকে হয়রানি না করার আহ্বান জানিয়ে সারা বিশ্বের বিশিষ্টজনরা যে বিবৃতি দিয়েছেন তার প্রতি ভাসানী অনুসারী পরিষদের পূর্ণ সমর্থন রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com