
বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি মিছিল প্রধান সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়।
পরে সেখানেই সিঁড়িতে দাঁড়িয়ে দলটির নেতারা বক্তব্য দেন। ওই সময় সিনিয়র নায়েবে আমির ও ভারপ্রাপ্ত মহাসচিব উপস্থিত ছিলেন। তারা বলেন, বর্তমান সরকার জালেম সরকার। আজকে সরকার গণতন্ত্রের কথা বলে। তাহলে আমাদের মিছিলে বাধা কেন? মিছিলের অধিকার কেড়ে নিয়েছে। এটা তো আওয়ামী লীগের আচরণ হয়েছে। এ সরকার সত্য কথা বলে না। তারা দেশের সম্পদ লুট করে জামাই আদরে আছে। অন্যদিকে মাওলানা মামুনুল হকসহ অসংখ্য আলেমকে কারাগারে আটকে রেখেছে। মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখব। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব।
নেতারা সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের শুভ বুদ্ধির উদয় হলে কোরবানির আগেই মামুনুল হকসহ বন্দি আলেমদের মুক্তি দিন। না হলে আল্লাহর গজব নেমে আসবে। মনে রাখবেন আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর। আপনারা তো অনেক অপকর্ম করেছেন। রক্ষা পেতে চাইলে অবিলম্বে সব আলেমদের মুক্তি দিন।’
তারা বলেন, ‘তামাশার নির্বাচন জাতি চায় না। জাতীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে পালানোর জায়গা পাবেন না। আজকে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। পেঁয়াজের দাম একলাফে ৮০ টাকা হয়েছে। এটার নাম কি স্মার্ট বাংলাদেশ?’