নগর আওয়ামী লীগের ব্যানারে ‘বঙ্গবন্ধু’ বানান ভুল!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শুক্রবার প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শুক্রবার প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানানে ভুল হয়েছে। শুধু তাই নয়, নগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামের বানানও ভুল হয়েছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন আমন্ত্রিত অতিথি কেন্দ্রীয় নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সমাবেশ পরিচালনা করেন নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

সমাবেশের ব্যানারে ‘বঙ্গবন্ধুর’ জ্যেষ্ঠ কন্যা লিখতে গিয়ে লেখা হয় ‘বঙ্গন্ধুর’ জ্যেষ্ঠ কন্যা। এ ছাড়া দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘হুমায়ুন’ কবিরের নামে লেখা হয় ‘হুমাযুন’ কবির। জাতির পিতার নামের বানান ভুলের বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত কেন্দ্রীয় নেতারা। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদকের নাম ভুল লেখায় ক্ষুব্ধ হয়েছেন নগরের নেতারাও। এ ছাড়া ব্যানারে শেখ হাসিনাকে প্রাণনাশের ‘হুমকিদাতা’ না লিখে প্রাণনাশের ‘চেষ্টাকারী’ লেখায় সমালোচনা ছিল নেতাদের মধ্যে। 

সমাবেশের মঞ্চে উপস্থিত একাধিক নেতা জানান, একটি ব্যানারে একাধিক ভুল বানান নিয়ে মঞ্চেই ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে কেন্দ্রের পর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে খ্যাত ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশের ব্যানারে ‘বঙ্গবন্ধু’ বানান ভুলের মতো বিষয়টি কোনোভাবেই মানতে পারছিলেন না নেতারা। বিষয়টি নিয়ে মঞ্চেই সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের কাছে কৈফিয়ত তলব করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এত ভুলের কারণ কী এবং ব্যানারের দায়িত্বে কে ছিলেন তা জানতে চান তারা।

জবাবে নগর নেতারা বলেন, এটি প্রচার সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর করেছেন। পরে তাকেও মঞ্চে ডেকে নিয়ে তিরস্কার করেন কেন্দ্রীয় নেতারা। বঙ্গবন্ধু বানান ভুল করায় তার আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলেও ক্ষোভ ঝাড়েন কেন্দ্রীয় দুই নেতা। এ সময় তিনি ক্ষমা প্রার্থনা করেন।  

এ ব্যাপারে জানতে চাইলে মো. হুমায়ুন কবির কালবেলাকে বলেন, ‘ব্যানারের দায়িত্বে ছিলেন প্রচার সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর। তার কাছে কৈফিয়ত চেয়েছি। আমার নাম ভুল হলেও শতাব্দীর মহানায়কের বানানে ভুল মেনে নেওয়া যায় না। তিনি এজন্য ক্ষমা চেয়েছেন।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com