
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের কথা বিবেচনায় নিয়ে ১৮ নারীকে ‘কৃতি নারী সম্মাননা’দেওয়া হচ্ছে। ওষুধ লিমিটেড এবং সাসটেইনেবল এইড ফর ফিমেলস (সেফ) যৌথভাবে এই নারী সম্মাননার আয়োজন করেছে।
নারী উদ্যোক্তা হিসেবে অবদানের জন্য দিলরুবা তালহা, রওশন আরা ও শানতু হাসনাৎ, আইনি সহায়তায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারাননুম রাবেয়া, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান শান্তনা, শিক্ষায় সেলিমা রওশন, সেলিনা চৌধুরী ও রাবেয়া শামস, অটিজমে ফারজানা আবেদিন, স্বাস্থ্যসেবায় ডা. জেসমিন ইকবাল, সংগঠক হিসেবে রাবিয়া সুলতানা ও শাহানা ফেরদৌস, সমাজকর্মে জেরিন খান, লিনা সারওয়ার, শেফালি রহমান ও শিমুল পারভীন, করপোরেট ব্যবস্থাপনায় তাহনিয়া কাদেরি তুলি ও শামা কবির।
আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ক্যাফে অ্যাট ওল্ড নাইনটি-এ এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।