
স্থানীয় ও বিভাগীয় পর্যায়ে নদী দখলদারদের খসড়া তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরিতে কাজ করে যাওয়ার কথাও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে নৌ মন্ত্রণালয় আয়োজিত সভায় তিনি এসব কথা জানান। ‘দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্য এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদান, সুপারিশ প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য গঠিত ‘‘টাস্কফোর্স’’-এর ৪র্থ বৈঠকে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।’