আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক।পুরোনো ছবি

আগের শর্তেই খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে

আগের দুটি শর্ত সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।

আজ রোববার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। সেটার সময় শেষ হলে তারা আবার নতুন আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো দুটি শর্ত সাপেক্ষে মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধি করেছি।’

আইনমন্ত্রী বলেন, ‘শর্তগুলো আমি পরিষ্কার বলে দিতে চাই। তিনি ঢাকায় নিজ বাসায় থেকে তার চিকিৎসা করবেন, তার মানে তিনি হাসপাতালে যেতে পারবেন না—তা নয়, তিনি হাসপাতালে যেতে পারবেন এবং ওই সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না।’

সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে নাকি বাড়ানোর সুপারিশ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সুপারিশ করেছি। অতীতেও আমাদের সুপারিশের ভিত্তিতে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে, আমার বিশ্বাস এবারও তেমনই হবে।’

আইনমন্ত্রী আনিসুল হক।
আদালতের ওপর খালেদা জিয়ার নির্বাচনের সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

খালেদা জিয়া বাসায় থেকে রাজনীতি করতে পারবেন কি না—এ প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘আমাদের দরখাস্তে যেটা বলা হচ্ছে, তিনি গুরুতর অসুস্থ। সে ক্ষেত্রে রাজনীতি করার প্রশ্নটা তো অবান্তর। তিনি মুক্ত, তিনি অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন। এখানে রাজনীতির কথা আসাটা আমার মনে হয় কোনো প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘একজন অসুস্থ মানুষ কী করতে পারবে, কী করতে পারবেন না—আমি সেই নির্দেশনা দেব না। সবাই স্বীকার করছেন তিনি অসুস্থ।’

Related Stories

No stories found.
logo
kalbela.com