হজ নিবন্ধনের সময় ফের বাড়ল

হজ নিবন্ধনের সময় ফের বাড়ল

সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নিবন্ধনের সময় ২১ মার্চ বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

সৌদি আরবের নির্ধারণ করা কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৭৮৩ এবং বেসরকারিভাবে ৯৮ হাজার ৫৩১ জন হজের জন্য নিবন্ধন করেছেন।

চলতি মৌসুমে হজযাত্রী নিবন্ধন শুরু হয় ৮ ফেব্রুয়ারি। শুরুতে সময় বেঁধে দেওয়া হয়েছিল ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু আশানুরূপ নিবন্ধন না হওয়ায় পাঁচ দিন সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। প্রয়োজনীয় সংখ্যক হজযাত্রী নিবন্ধন না করায় এর মেয়াদ বাড়িয়ে ৭ মার্চ করা হয়। এরপরও কোটা পূরণ না হওয়া ১৬ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com