ইউসুফ আরেফিন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

মুখ্য সচিব হচ্ছেন মাহবুব, কেবিনেটে কবির

মুখ্য সচিব হচ্ছেন মাহবুব, কেবিনেটে কবির

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। প্রশাসনের এই শীর্ষ দুই পদে কে আসছেন, তা নিয়ে প্রশাসনে তুমুল আলোচনা চলছে কয়েক সপ্তাহ ধরে। সূত্র বলছে, কেবিনেট সচিব পদে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারের নিয়োগ অনেকটাই নিশ্চিত। আর মুখ্য সচিব হতে যাচ্ছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিবের চুক্তির মেয়াদ শেষ হবে ১৫ ডিসেম্বর। মুখ্য সচিবের মেয়াদ শেষ ৩১ ডিসেম্বর।

সূত্র জানায়, প্রশাসনের শীর্ষ দুই পদের পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রণালয়-বিভাগে রদবদল হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নিয়োগ পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করার কথা শোনা যাচ্ছে। আর স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। অতিরিক্ত সচিব থাকার সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে দায়িত্ব পালন করেছেন। ফলে জনপ্রশাসন নিয়ে তার অভিজ্ঞতা রয়েছে। এজন্য তাকে ওই মন্ত্রণালয়ে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও পালন করেছেন মেজবাহ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমের চাকরির বয়স শেষ হচ্ছে ২ নভেম্বর। জনপ্রশাসনে সাধারণত চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় না। আলী আজমকে চুক্তিভিত্তিক অন্য কোনো দপ্তরে নিয়োগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন আছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১৫ ডিসেম্বর। তিনি দুবারে তিন বছরের চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন। তাকে আর নতুন করে চুক্তি দিচ্ছে না সরকার। ফলে এ পদে নতুন সচিব আসছেন। কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিব করার কিছুদিন পরই চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। কারণ আগামী ১ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব চালিয়ে আসা ড. আহমেদ কায়কাউসকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পদে কর্মরত সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের চুক্তির মেয়াদ ৩১ অক্টোবর শেষ হচ্ছে। ফলে মুখ্য সচিবের মেয়াদ শেষ হওয়ার আগেই কায়কাউসকে বিকল্প নির্বাহী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ওয়াশিংটনে পাঠানো হবে। সেক্ষেত্রে চলতি মাসেই মুখ্য সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার। মুখ্য সচিব হিসেবে যার নাম শোনা যাচ্ছে সেই জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব হোসেন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। প্রশাসনে তার সুনাম রয়েছে।

মাহবুব হোসেন চলতি বছরের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে যোগদান করেন। এই বিভাগে যোগদানের আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। আইন, নীতি, কৌশল ও উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা রয়েছে তার।

অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব হওয়ার দৌড়ে থাকা কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কবির ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি।

এদিকে আগামী ৩০ অক্টোবর থেকে অবসরে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. আকতার হোসেন। তার স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা।

অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এখনো সেখানে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়নি। শিগগিরই নতুন কাউকে সচিব করে সেখানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফের আচরণবিধি লঙ্ঘন করেছেন চেয়ারম্যান প্রার্থী, নীরব প্রশাসন

ভোটের তিন বছর পর কাউন্সিলর হচ্ছেন আলী আহাম্মদ

পাবনায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে

ছেড়ে গেছেন সন্তানরা, সংসার টানছেন ১০৭ বছরের বৃদ্ধা

৫ হাজার টাকায় স্ত্রীকে ‘মাদক কারবারির’ হাতে তুলে ‍দিলেন স্বামী

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

সাতক্ষীরায় এমপির গাড়িতে হামলা

১০

জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

১১

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

১২

খরুচে বোলিং মোস্তাফিজের, চেন্নাইয়ের হার

১৩

এফডিসিতে ৫৭০ ভোটারের সংবাদ সংগ্রহে ৩০০ সাংবাদিক

১৪

যশোরে অধিকাংশ টিউবওয়েলে মিলছে না পানি

১৫

বিদেশি শ্রমিকদের সুখবর দিল কুয়েত

১৬

এফডিসিতে ফিরেছেন নির্বাচন কমিশনার, খোঁজ নেই নিপুনের

১৭

চাঁদপুরে পূবালী ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ৮ কর্মকর্তা বদলি

১৮

বিআরটিএর অভিযানে ৪০৫ মামলা, ১০ লাখ টাকা জরিমানা 

১৯

প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক

২০
*/ ?>
X